Tuesday, May 13, 2025

রাজীব ভালো ছেলে, বিজেপিতে আসতে চাইলে স্বাগত! ঘোলা জলে মাছ ধরতে নামলেন দিলীপ

Date:

Share post:

শুভেন্দু অধিকারীর পর এবার রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়কে বিজেপিতে স্বাগত জানালেন দিলীপ ঘোষ। আচমকা “বেসুরো” রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কখনও রাজীব বলছেন। কখনও অন্যরা। তৃণমূলের সবাই একে একে সরব হচ্ছেন। রাজীব ভাল ছেলে। ভাল কাজ করছিল। উনি বিজেপিতে আসতে চাইলে স্বাগত জানাই ”

প্রসঙ্গত, গত শনিবার হরিদেবপুরে এক অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “দলে স্তাবকতা করতে পারলে নম্বর বেশি। ভালকে খারাপ, খারাপকে ভাল বলতে পারি না তাই আমার নম্বর কম। যারা দুর্নীতিগ্রস্ত তারা স্তাবক বলে সামনের সারিতে। যখন মানুষ ভাল কাজ করতে আসে, তখন পিছন থেকে টেনে ধরে। যারা মাঠেঘাটে কাজ করে, তারা প্রাধান্য পায় না। যারা ঠান্ডা ঘরে বসে থাকে তারাই এখন নেতৃত্বের সামনের সারিতে। ক্ষমতালোভীরা জায়গা পাচ্ছে দলে। মানুষ সময় মতো সব টের পাইয়ে দেবে।”

শুভেন্দু পর্বের মাঝেই রাজীবের এমন বিতর্কিত ও ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়। সেই জল্পনায় আরও ইন্ধন জোগায় শহজুড়ে শুভেন্দুর মতো রাজীবের পোস্টার পড়াতে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ে বিজেপি। এবং শুভেন্দুর খাসতালুক মেদিনীপুরে দাঁড়িয়ে রাজীবকে বিজেপিতে স্বাগত জানান দিলীপ ঘোষ।

আরও পড়ুন- প্রশাসনকে চাপে রাখতে পুলিশকে “হিজড়া” বলে সম্বোধন দিলীপের, রাজ্যজুড়ে সমালোচনার ঝড়

spot_img

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...