শুভেন্দু অধিকারীর পর এবার রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়কে বিজেপিতে স্বাগত জানালেন দিলীপ ঘোষ। আচমকা “বেসুরো” রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কখনও রাজীব বলছেন। কখনও অন্যরা। তৃণমূলের সবাই একে একে সরব হচ্ছেন। রাজীব ভাল ছেলে। ভাল কাজ করছিল। উনি বিজেপিতে আসতে চাইলে স্বাগত জানাই ”

প্রসঙ্গত, গত শনিবার হরিদেবপুরে এক অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “দলে স্তাবকতা করতে পারলে নম্বর বেশি। ভালকে খারাপ, খারাপকে ভাল বলতে পারি না তাই আমার নম্বর কম। যারা দুর্নীতিগ্রস্ত তারা স্তাবক বলে সামনের সারিতে। যখন মানুষ ভাল কাজ করতে আসে, তখন পিছন থেকে টেনে ধরে। যারা মাঠেঘাটে কাজ করে, তারা প্রাধান্য পায় না। যারা ঠান্ডা ঘরে বসে থাকে তারাই এখন নেতৃত্বের সামনের সারিতে। ক্ষমতালোভীরা জায়গা পাচ্ছে দলে। মানুষ সময় মতো সব টের পাইয়ে দেবে।”

শুভেন্দু পর্বের মাঝেই রাজীবের এমন বিতর্কিত ও ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়। সেই জল্পনায় আরও ইন্ধন জোগায় শহজুড়ে শুভেন্দুর মতো রাজীবের পোস্টার পড়াতে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ে বিজেপি। এবং শুভেন্দুর খাসতালুক মেদিনীপুরে দাঁড়িয়ে রাজীবকে বিজেপিতে স্বাগত জানান দিলীপ ঘোষ।

আরও পড়ুন- প্রশাসনকে চাপে রাখতে পুলিশকে “হিজড়া” বলে সম্বোধন দিলীপের, রাজ্যজুড়ে সমালোচনার ঝড়
