বিজেপিতে নয়, আলাদা দল ঘোষণা করছেন শুভেন্দু অধিকারী

গেরুয়া নয়, সবুজ !

বিজেপিতে নয়, আলাদা দল ঘোষণা করতে চলেছেন তৃণমূলের ‘বাগী’ বিধায়ক শুভেন্দু অধিকারী৷

সূত্রের খবর, ইতিমধ্যেই নির্বাচন কমিশনে নতুন দলের নাম নথিভুক্তিকরণ হয়ে গিয়েছে৷ প্রতীকও চূড়ান্ত৷ অপেক্ষা শুধু ঘোষণার৷ কী হতে চলেছে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে৷ এর কারন, শুভেন্দু নিজে এ বিষয়ে এখনও মুখ খোলেননি৷ মুখ না খুললেও গভীর গোপনীয়তায় পৃথক দল তৈরির প্রস্তুতি সেরেছেন শুভেন্দু৷

তৃণমূলের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক ছিন্ন যে প্রায় নিশ্চিত, তা ক্রমশই স্পষ্ট হচ্ছে৷ তবে এখনও পর্যন্ত শুভেন্দু দলবিরোধী একটি কথাও বলেননি৷ দলত্যাগের ইঙ্গিতও দেননি৷ বরং দল হিসাবে তৃণমূলই বার্তা দিয়ে চলেছে, শুভেন্দু আর দলে নেই৷ শুভেন্দু-ঘনিষ্ঠদের দলীয় পদ থেকে সরিয়েও দিয়েছে দল৷ এত কিছুর পরেই গুঞ্জন তীব্র হয়, তৃণমূলে থেকে যাওয়ার জায়গায় শুভেন্দু আর নেই৷ তখন থেকেই রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়, তাহলে কী করবেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ? ভেসে ওঠে নানা বিকল্পের যুক্তি ৷ সূত্রের খবর, শেষপর্যন্ত নতুন দল ঘোষণার পথেই হাঁটতে চলেছেন শুভেন্দু৷

জানা গিয়েছে, শুভেন্দু বিজেপিতে যোগ না দিয়ে নতুন দল ঘোষণা করুন, এমনই চাইছিলেন বিজেপি নেতা মুকুল রায়ও৷ এর কারন, গেরুয়া শিবিরে এখনই চাপে থাকা মুকুল রায় আগামীদিনে যদি ওই দলেই থাকতে না পারেন, তাহলে তিনি সরাসরি শুভেন্দুর দলে যোগ দেবেন৷

নতুন দল গঠনের এই সিদ্ধান্তে শুভেন্দু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফরমূলা অনুসরণ করতে চাইছেন৷ দল গঠন করে, আগামী ভোটে বিজেপির সঙ্গে আসন সমঝোতা করবেন৷

তাছাড়া তৃণমূলের একাধিক হেভিওয়েট এবং বিক্ষুব্ধ নেতা-নেত্রী শুভেন্দুকে জানিয়েছেন, বিজেপিতে যোগ দিতে তাঁরা পারবেন না৷ বরং আলাদা দল করলে তাঁরা পর পর যোগ দেবেন৷ নতুন দল হলে মুসলিম -সমর্থনও অটুট থাকবে৷ শুভেন্দুর নিজের সমর্থক, তৃণমূলের বিক্ষুব্ধ অংশ, কংগ্রেস, এমনকী বামেদের একটা অংশও নতুন দলে শুভেন্দুর সঙ্গে যোগ দিতে পারেন৷

কারা আছেন শুভেন্দুর সঙ্গে ?

আপাতত রাজীব বন্দ্যোপাধ্যায়, সাধন পাণ্ডে, জটু লাহিড়ি, ১৭জন তৃণমূল বিধায়ক৷ ভাইফোঁটার দিন শুভেন্দুর সঙ্গে ‘বিস্তারিত’ কথা হয়েছে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে৷ তিনি ইতিবাচক আশ্বাসই দিয়েছেন৷ এ ছাড়া মৌসম নূরের মতো অনেকেই এখন তৃণমূলেই থাকতে চাইছেন৷ চরম মুহূর্তে দল বদল করবেন৷

শুভেন্দুর পক্ষেও এই সন্ধিক্ষণে সঠিক রাস্তা বেছে নেওয়া খুব সহজ নয়৷ চর্চা শুরু হয় একাধিক বিষয়ে –

◾শুভেন্দু বিজেপিতে যোগ দিতে পারেন৷ তবে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে তাঁকে অবশ্যই তাঁর মুসলিম- অনুগামীদের কথা ভাবতে হবে৷ ভাবতে হবে গোটা রাজ্যে তাঁকে পছন্দ করেন এমন সংখ্যালঘু সমর্থকদের সংখ্যাও বড় কম নয়৷ বিজেপিতে যোগ দিলে এই সমর্থন কতখানি অটুট থাকবে, বলা মুশকিল৷ সেক্ষেত্রে লাভ হবে তৃণমূলেরই৷

◾শুভেন্দু নিজেই দল ঘোষণা করতে পারেন৷ তাতে অবশ্যই তাঁর লাভ বেশি৷ নিজের সমর্থক, তৃণমূলের বিক্ষুব্ধ অংশ, কংগ্রেস, এমনকী বামেদের সমর্থনও সেক্ষেত্রে শুভেন্দু পেতে পারেন৷ কিন্তু বড় প্রশ্ন, নতুন দলকে প্রতিষ্ঠিত করার সময় এবং অর্থ তিনি কতখানি পাবেন ? কনফিডেন্ট থাকলে, এটাই সর্বোত্তম বিকল্প৷

◾শুভেন্দু কংগ্রেসে যোগ দিতে পারেন৷ এমন সম্ভাবনা কম৷ একুশের ভোটে এ রাজ্যের কংগ্রেসকে টেনে তোলা সহজ নয়৷ শুভেন্দু অধিকারী জবাব দিতে চান তৃণমূলকে৷ কংগ্রেসে যোগ দিলে সেই ‘জবাব’ দেওয়া তাঁর পক্ষে আদৌ সম্ভব হবেনা, এটাই বাস্তব৷

◾শুভেন্দু অন্য যে কোনও দলেই যোগ দিতে পারেন, তবে তাতে তাঁর কোনও লক্ষ্যই পূরণ হবে না৷

দীর্ঘদিন ধরে সবদিক খতিয়ে দেখে ‘সর্বোত্তম বিকল্প’-ই বেছে নিতে চলেছেন শুভেন্দু ৷ ঘোষণা করতে চলেছেন আলাদা দল৷ প্রাথমিকভাবে এই দলের নাম ‘তাম্রলিপ্ত কংগ্রেস’ বা TLC- র কথা ভাবা হলেও, জানা গিয়েছে এই নাম হচ্ছেনা নানা কারনে, যার অন্যতম, রাজ্যের অন্যান্য জেলায় এই নাম ‘খাওয়ানো’ কষ্টকর৷

ওদিকে, নতুন দল গঠনের প্রস্তুতি বাড়তি মাত্রা পেয়েছে দাদার অনুগামীরা নতুন কার্যালয় খুলে ফেলার পর। তাৎপর্যপূর্ণ বিষয়, পুরুলিয়ায় দাদার অনুগামীদের এই কার্যালয় রবিবার উদ্বোধন করেন তৃণমূলের জেলা সভাপতি। উপস্থিত ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতা। রাজনৈতিক মহলের বক্তব্য, নতুন এই কার্যালয় চালু করার ঘটনায় স্পষ্ট হয়েছে, বিজেপিতে নয়, আলাদা দল-ই ঘোষণা করতে চলেছেন শুভেন্দু অধিকারী ৷ দাদার অনুগামীদের আলাদা এই কার্যালয় চালু করার পর আরও একটি ঘটনা রাজনীতির লোকজনদের নজর কেড়েছে৷ নীল- সাদা রংয়ের প্রশ্নই নেই, তবে অনেকেই আশা করেছিলেন গেরুয়া রঙে রাঙ্গানো হবে অনুগামীদের দফতর৷ কিন্তু বিজেপিকেও নিরাশ করে দাদার অনুগামীরা তাদের কার্যালয় লাগিয়েছেন সবুজ রং। শুভেন্দুর অনুগামীদের কার্যালয়ের এই সবুজ রংও জল্পনা শতগুনে বাড়িয়েছে৷

আরও পড়ুন- রাজীব ভালো ছেলে, বিজেপিতে আসতে চাইলে স্বাগত! ঘোলা জলে মাছ ধরতে নামলেন দিলীপ

Previous articleরাজীব ভালো ছেলে, বিজেপিতে আসতে চাইলে স্বাগত! ঘোলা জলে মাছ ধরতে নামলেন দিলীপ
Next articleতৃণমূলেই আস্থা, বিজেপির অফার প্রত্যাখ্যান উদয়নের