Friday, August 22, 2025

বিদ্যুৎ বিভ্রাটের জেরে অকেজো ৩০ হাজার সরকারি ওয়েবসাইট

Date:

Share post:

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানির (বিটিসিএল) মগবাজার কার্যালয়ে বৈদ্যুতিক গোলযোগের কারণে প্রায় ৩০ হাজার সরকারি ওয়েবসাইট অকেজো হয়ে পড়েছে। ওয়েবসাইটে প্রবেশ করাই যাচ্ছে না।

সরকারি ওয়েবসাইটের পোর্টাল ডেভেলপার এটুআই’র প্রধান কারিগরি কর্মকর্তা আরফে এলাহী বলেন, “রবিবার সকালে মগবাজার বিটিসিএল অফিসে বৈদ্যুতিক গোলযোগের পর(.gov.bd) সার্ভারের পাওয়ার সিস্টেমে এ সমস্যা শুরু হয়।” এর ফলে জাতীয় তথ্য বাতায়নের (পোর্টাল) আওতাধীন ডোমেইন .gov.bd এর প্রায় ৪০ হাজার সরকারি ওয়েবসাইটের মধ্যে প্রায় ৩০ হাজার সাইটে প্রবেশ করা যাচ্ছে না বলে জানান তিনি। “বিটিসিএল কর্তৃপক্ষ ইতিমধ্যে পাওয়ার সাপ্লাই সমস্যা সমাধানে কাজ করছে ।এ সমস্যা সমাধান হওয়া মাত্র সার্ভারের একটি অংশ চালু করা সম্ভব হবে। সিস্টেম রিস্টার্ট করে পুনরায় প্রস্তুত হবে কিছুটা সময় লেগে যায় এবং এর পর একের একের পর ওয়েবসাইটগুলো প্রবেশে সমস্যা থাকবে না।“ তিনি জানান, সরকারি মন্ত্রণালয় ও দপ্তরের মিলে মোট ওয়েবসাইট রয়েছে প্রায় ৪২ হাজার। বেশিরভাগ ওয়েবসাইটগুলো বিটিসিলের সার্ভারে এবং বাকিগুলো রয়েছে ন্যাশনাল ডাটা সেন্টারে।

রোববার সন্ধ্যা ৭টা নাগাদ জনপ্রশাসন, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর, আইন মন্ত্রণালয়, এটুআইসহ অনেক ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের গুরুত্বপূর্ণ ৬২টি ওয়েবসাইট সংবেদনশীল মনে করা হয়। তার মধ্যেও কয়েকটি এ সমস্যায় রয়েছে বলে জানান আরফে এলাহী।

বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল মতিন রোববার সন্ধ্যায় জানান, “সকালে বৈদ্যুতিক গোলযোগের কারণে কয়েকটি ইনভার্টার পুড়ে যায় এবং তারপর থেকেই সরকারি সাইটগুলোতে প্রবেশে সমস্যা হচ্ছে। বিকাল থেকে নতুন ইনভার্টার স্থাপন করা হয়েছে, তবে পুনরায় সাইটগুলো সচল হতে কিছুটা সময় লাগবে।”

আরও পড়ুন- এবার এক হোয়াটসঅ্যাপেই মিলবে রেলযাত্রা সংক্রান্ত সমস্ত তথ্য

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...