দমকলের তৎপরতায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল একাধিক বাড়ি

অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেলো ম্যাচকোকা এলাকার বেশ কয়েকটি বাড়ি। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় রক্ষা পেলো এলাকাটি। রবিবার দুপুরে তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের বারোকোদালি ২ জিপির ম্যাচ কোকা এলাকায় একটি খড়ের গাদায় আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে ওই আগুন। স্থানীয়রা দ্রুত আগুন নেবাবার চেষ্টা করে ব্যর্থ হয়, খবর দেওয়া হয় বক্সির হাট থানায়। সেখান থেকে বক্সির হাট দমকল কেন্দ্র ও তুফানগঞ্জ দমকল কেন্দ্রে খবর দিলে ঘটনাস্থলে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

স্থানীয়রা জানান যে বাড়ির খড়ের গাদায় আগুন লাগে তার নাম সুমিত্রা বর্মন। তিনি গতকাল সন্ধ্যায় ঠান্ডার হাত থেকে রক্ষার বাড়ির বাইরে আগুন জ্বালান, আজকে সকালেও একই জায়গায় তিনি আগুন জ্বালিয়ে হাত পা গরম করেন। কিন্তু আগুন তিনি নেভান নি। দুপুরে ওই মহিলার বাড়ির বাইরে রাখা ধান মেশিনের সাহায্যে ভেঙে খড় গুলো আগুন জ্বালানো জায়গার উপরে রাখেন। সেখান থেকে আগুন লাগে বলে স্থানীয়রা জানান এবং সময় মত দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায় বাড়িতে আগুন লাগে নি। বাড়িতে লাগলে ঘিঞ্চি এলাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তো। এতে বেশ ক্ষয় ক্ষতি হত বলে স্থানীয়রা জানান।

আরও পড়ুন- বিদ্যুৎ বিভ্রাটের জেরে অকেজো ৩০ হাজার সরকারি ওয়েবসাইট

Previous articleবিদ্যুৎ বিভ্রাটের জেরে অকেজো ৩০ হাজার সরকারি ওয়েবসাইট
Next articleব্রেকফাস্ট নিউজ