Tuesday, August 12, 2025

শিলিগুড়িতে জ্বলল মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সরকারি ফ্লেক্স, কাঠগড়ায় বিজেপি

Date:

Share post:

উত্তরবঙ্গে বনধের পক্ষে রাস্তায় নেমে আচমকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সংবলিত ফ্লেক্স ছিঁড়ে রাস্তায় ফেলে জ্বালিয়ে দিল একদল বিজেপি সমর্থক। মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ শিলিগুড়ির হিলকার্ট রোডের মহানন্দা সেতু লাগোয়া এয়ারভিউ মোড়ের ঘটনা। অভিযোগ, পুলিশের সামনেই একের পর এক সরকারি ফ্লেক্স ছিঁড়ে জ্বালানো হয়েছে এবং পুলিশ দাঁড়িয়ে দেখেছে। তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি (সমতল) রঞ্জন সরকার খবর পেয়েই ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে অভিযোগ করেন, “পুলিশের সামনে এমন ঘটনা কীভাবে ঘটতে পারে সেটাই তো ভেবে পাচ্ছি না। ওই ঘটনায় জড়িতদের সকলকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে।” তিনি জানান, তাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন। তিনি এটাও জানান, শিলিগুড়িতে বিপক্ষ দলের পোস্টার, ফ্লেক্স ছেঁড়ার সংস্কৃতি ছিল না এবং এটা বিজেপি আমদানি করেছে।

ঘটনা হল, শিলিগুড়ির রাজনীতিতে বিরোধিতা থাকলেও একে অন্যের উপরে চড়াও হওয়া, মারপিট তো দূরের কথা, পোস্টার, ফ্লেক্স ছেঁড়ার ঘটনা অতীতে ঘটেনি। তাই ওই ঘটনায় শহরবাসীরা অনেকেই ক্ষুব্ধ ও বিরক্ত। কারণ, ঘটনার পরে ক্ষুব্ধ তৃণমূল সমর্থকেরা কয়েকজায়গায় বিজেপির ফ্লেক্স ছিঁড়ে দেন বলে অভিযোগ। বিজেপির অবিযোগ, তাঁদের কয়েকজন কর্মীকে তৃণমূলের সমর্থেকরা মারধর করেছেন। পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ফ্লেক্স ছেঁড়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন-ভারত বনধ: ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদকে আটক করল যোগীর পুলিশ

spot_img

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...