সুইচ হিটের পক্ষে সৌরভ গঙ্গোপাধ্যায়

সুইচ হিটের পক্ষে দাড়ালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন শটের অন্তর্ভুক্তিকে খোলা মনে মেনে নেওয়া উচিৎ বলে মনে করেন বাংলার মহারাজ।

সম্প্রতি সুইচ হিটের বিরুদ্ধে মুখ খোলেন, প্রাক্তন ক্রিকেটার ইয়ান চ‍্যাপেল এবং শেন ওয়ার্ন। তাদের মতে এই শটের মাধ‍্যমে বোলারদের সঙ্গে অবিচার করা হয়। বোলাররা কিভাবে বল করবে, তা অ‍্যাম্পায়রকে জানাতে পারলে, ব‍্যাটসম‍্যানদেরও কর্তব্য পালন করা উচিৎ বলে মনে করেন ইয়ান চ‍্যাপেল, শেন ওয়ার্নাররা।

তবে এই দুই প্রাক্তন ক্রিকেটারের বক্তব্যের সমলোচনা করেছেন বিসিসিআই এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ বলেন, সুইচ হিট অতটা খারাপ নয়, টি-২০ যুগে যেখানে ক্রিকেট আধুনিক হচ্ছে। সেখানে এই শটকে ও স্বাগত জানানো উচিত বলে মনে করেন দাদা। এরপাশাপাশি সৌরভ মনে করেন, এই শট মারার ক্ষেত্রে ব‍্যাটসম‍্যানদের বিশেষ দক্ষতা থাকা দরকার।

Previous articleভারত বনধ: ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদকে আটক করল যোগীর পুলিশ
Next articleশিলিগুড়িতে জ্বলল মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সরকারি ফ্লেক্স, কাঠগড়ায় বিজেপি