“দু’পয়সার সাংবাদিক” কথাটা মানছি না, প্রতিবাদ করলাম মহুয়া, অভিজিৎ ঘোষের কলম

সাংসদ মহুয়া মৈত্র যেভাবে ” দুপয়সার সাংবাদিক” শব্দটি বলেছেন, তার তীব্র প্রতিবাদ করছি। সংবাদমাধ্যমকে এইভাবে অপমানের কোনো অধিকার তাঁর নেই।

আমরা ভেবেছিলাম মহুয়া তাঁর বক্তব্য সংশোধন করবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি এনিয়ে রেষারেষি চালিয়ে যাচ্ছেন।

সাংবাদিকরা বহু অনিশ্চয়তা, বহু প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে কাজ করেন। আর্থিক সুরক্ষা বহু ক্ষেত্রে নিশ্চিত নয়। তবুও তাঁরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাজ করেন।

আরও পড়ুন – সংবাদ মাধ্যম সম্পর্কে বিতর্কিত মন্তব্যের পরই “ইঙ্গিতপূর্ণ” টুইট মহুয়ার

যদি কেউ সাংবাদিকতার একাংশের গুণমান ইত্যাদি নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে বলতে হয় যে রাজনীতিসহ প্রতিটি পেশাতেই অবক্ষয় দেখা যাচ্ছে। ফলে আলাদা করে সাংবাদিকতাকে অপমান করা অন্যায়।

আরও পড়ুন – হিম্মত থাকলে চলুন এই ‘দু পয়সার নেত্রী’কে সব সংবাদমাধ্যম বয়কট করি, অভিজিৎ ঘোষের কলম

অনুরোধ, মহুয়া মৈত্র তাঁর কুরুচিকর মন্তব্য প্রত্যাহার করুন। দুঃখপ্রকাশ করে বিষয়টিতে ইতি টানুন। মাঝেমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের কোনো কোনো নেতানেত্রী সাংবাদিকদের আক্রমণ করেন কুরুচিকরভাবে। এই প্রবণতা দুর্ভাগ্যজনক।

Previous articleশিলিগুড়িতে জ্বলল মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সরকারি ফ্লেক্স, কাঠগড়ায় বিজেপি
Next articleতৃণমূলকর্মীকে গুলি করে খুন, অভিযোগের তির বিজেপির দিকে