Sunday, November 9, 2025

ভারত বনধের মাঝেই সন্ধে ৭টায় কৃষকদের বৈঠকে ডাকলেন অমিত শাহ

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছে দেশের কৃষক সংগঠনগুলি। সকাল ১১ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত কৃষকদের ডাকা বনধে কার্যত অচল গোটা দেশ। এহেন অবস্থার মাঝেই মঙ্গলবার সন্ধ্যা সাতটায় কৃষক নেতাদের সঙ্গে বৈঠকের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল অর্থাৎ ৯ ডিসেম্বর কৃষকদের সঙ্গে বৈঠক রয়েছে সরকারের। তার মাঝেই হঠাৎ অমিত শাহের এই বৈঠকের ডাক স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা সাতটায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসবেন কৃষক নেতারা। এদিন সকালেই কৃষকদের কাছে এই প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, কৃষক সংগঠনের ১৩ জন সদস্যকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে বৈঠকে। আগামীকাল পূর্বঘোষিত বৈঠক থাকা সত্ত্বেও কেন হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী এই বৈঠক ডাকলেন তা নিয়ে জল্পনা চড়েছে।

আরও পড়ুন:ভারত বনধ: রাজ্যে রাজ্যে একনজরে

সূত্রের খবর অমিত শাহ সিঙ্ঘু, টিকরী এবং গাজীপুর-দিল্লি বর্ডারে অবস্থানরত কৃষক নেতাদের এই বৈঠকে ডেকেছেন। কৃষক নেতা রাকেশ টিকৌতকেও ডাকা হয়েছে। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাকেশ জানান, ‘আমার কাছে ফোন এসেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে ডেকেছেন। আমার সঙ্গে আরও একাধিক নেতা সন্ধ্যে সাতটার এই বৈঠকে যোগ দেবেন।’

spot_img

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...