Sunday, January 11, 2026

ভূগোলের পাঠ্যবইয়ে বদলাবে তথ্য, বেড়েছে এভারেস্টের উচ্চতা

Date:

Share post:

বদল হবে ভূগোলের পাঠ্যবইয়ে এভারেস্ট সংক্রান্ত তথ্য। কিন্তু কী কারণে? বেশ কিছুদিন ধরে বিশ্বের উচ্চতম শৃঙ্গের উচ্চতা কত তা নিয়ে মতবিরোধ চলছিল নেপাল ও চিনের। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে নেপালের কেপি শর্মা ওলির সরকার ঘোষণা করে যে, সম্প্রতি বেড়ে গিয়েছে মাউন্ট এভারেস্টের উচ্চতা। বর্তমানে এভারেস্টের উচ্চতা ৮৮৪৮.৮৬ মিটার। অর্থাৎ, .৮৬ মিটার বেড়ে গিয়েছে বিশ্বের উচ্চতম শৃঙ্গের উচ্চতা।

এদিন নেপালের বিদেশ মন্ত্রী ঘোষণা করেছেন, এভারেস্টের উচ্চতা বেড়ে গিয়েছে। ১৯৫৪ সালে সার্ভে অফ ইন্ডিয়ার সমীক্ষায় উঠে এসেছিল এভারেস্টের সাম্প্রতিকালের উচ্চতা। সেইসময় জানা গিয়েছিল, এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮মিটার। ২০১৫ সালে ভয়াবহ ভূমিকম্পের পর নেপাল সরকার পক্ষ থেকে জানানো হয়, এর জেরে এভারেস্টের উচ্চতা বেড়ে গিয়েছে। এরপর থেকে নেপাল চিনের সঙ্গে চুক্তি করে শৃঙ্গের উচ্চতা মাপার জন্য একটি দল পাঠায়। ২০১৯ সালে কাঠমাণ্ডু ও বেজিংয়ের যৌথ প্রচেষ্টার কথা ঘোষণা করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, চিনের রাষ্ট্রপতি শি জিনপিং নেপাল সফরের সময়ই ওই চুক্তিকে সাক্ষর করেন। এর আগে ১৯৭৫ ও ২০০৫ সালে এভারেস্টের উচ্চতা প্রকাশ করেছিল শি জিনপিংয়ের সরকার। সেই দু-বার চিনের হিসেবে এভারেস্টের উচ্চতা ছিল ৮৮৪৮.১৩ মিটার এবং ৮৮৪৪.৪৩ মিটার। তিব্বতি ভাষায় মাউন্ট এভারেস্টের নাম মাউন্ট কুয়োমোলাঙ্গমা।

বিশেষজ্ঞদের দাবি, ২০১৫ সালে ভয়ংকর কম্পনের পরই সমগ্র হিমালয় পর্বতমালায় বিপুল পরিবর্তন আসে। ভূমিকম্পের জেরেই বদল আসতে পারে হিমালয়ের পর্বতশৃঙ্গগুলির উচ্চতা। ১৮৪৯সালে এভারেস্টের উচ্চতা মাপার কাজ প্রথম শুরু হয়। তারপর ৬ বছর ধরে সেই কাজ চলার পর এভারেস্টের উচ্চতা ২৭হাজার ২ ফুট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

আরও পড়ুন-কৃষকদের পাশে দাঁড়িয়ে ‘পদ্মবিভূষণ’ ত্যাগ করা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফোন মোদির

spot_img

Related articles

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...

অব্যহতি দেয়নি কমিশন: আত্মহত্যায় ‘বাধ্য’ হলেন মুর্শিদাবাদের BLO

অতিরিক্ত কাজের চাপে তাঁর শরীর খারাপ হত। তারপরেও অব্যহতি মেলেনি নির্বাচন কমিশনের এসআইআর-এর কাজ থেকে। ক্রমশ বেড়েছে কাজের...