Monday, January 12, 2026

৯০-এর বৃদ্ধাই প্রথম ফাইজার করোনা টিকা পেলেন ইংল্যান্ডে, বললেন জন্মদিনের আগাম সেরা উপহার

Date:

Share post:

বরিস জনসনের দেশে চলছে গণটিকাকরণ। তারই প্রথম প্রয়োগ করা হল ৯০ বছরের এক বৃদ্ধার ওপর। নাম মার্গারেট কিনান, সামনের সপ্তাহেই তিনি ৯১-এ পড়বেন। মার্গারেট বলেছেন, জন্মদিনের এটাই আগাম সেরা উপহার। ফাইজার এবং বায়োএনটেক কোভিড টিকার ৮০০,০০০ ডোজ দেওয়া হবে আগামী কয়েক সপ্তাহে। তার প্রথমটি পেয়েছেন ৯০-এর মার্গারেট।

চলতি মাসের শেষে ৪০ লক্ষ টিকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এই টিকা ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তি এবং স্বাস্থ্যকর্মীদের আগে দেওয়া হচ্ছে। প্রশাসনের লক্ষ্য, করোনায় যাঁদের মৃত্যুর আশঙ্কা সব থেকে বেশি, তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।

মার্গারেট কিনান এনিসকিলেন এলাকার বাসিন্দা। তিনি জানাচ্ছেন, প্রথম ব্যক্তি হিসেবে করোনা টিকা গ্রহণ করে তিনি গর্বিত। তাঁর জন্মদিনের এটাই সেরা আগাম উপহার। তিনি পরিবার ও বন্ধুদের সঙ্গে নতুন বছর ভালোভাবে উদযাপন করতে পারবেন। এই বছরটা তো একা থেকেই কেটে গেল। তিনি আরও বলেছেন, যদি কাউকে এই টিকা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়, তবে তাঁর পরামর্শ, নিয়ে নিন। যদি তিনি ৯০-তে পিছপা না হন, অন্যরা পারবেন না কেন।

গত সপ্তাহে রেগুলেটররা ফাইজারের করোনা টিকার ওপর ছাড়পত্র দেওয়ার পরই বিশ্বের প্রথম দেশ হিসেবে এই টিকা প্রয়োগ শুরু করেছে ইংল্যান্ডে। তবে এই টিকা কতটা কার্যকর হবে, তা এখনই পরিষ্কার নয়। এখনও পর্যন্ত এটি নেওয়া বাধ্যতামূলক করা হয়নি। ব্রিটিশ স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেছেন, তাঁদের দীর্ঘ পথ যেতে হবে। যাত্রা শুরু করা গেল।

আরও পড়ুন-ভূগোলের পাঠ্যবইয়ে বদলাবে তথ্য, বেড়েছে এভারেস্টের উচ্চতা

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...