দলবদল আসন্ন? নাকি নতুন দল? শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা অব্যাহত। এর মাঝেই রাজনৈতিক মহলে খবর, শুভেন্দুর সঙ্গে বুধবার রাতে ফোনে সৌজন্য বিনিময় হয়েছে বিজেপি সভাপতি জে পি নাড্ডার। বেশ কিছুক্ষণ কথা হয়। রাজনীতির কথাও সেখানে রয়েছে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে শুভেন্দুর গেরুয়া পতাকার আশ্রয়ে যাওয়ার মাহেন্দ্রক্ষণও আসছে আগামী সপ্তাহেই। তবে এই খবর শুধুই জল্পনা। এর কোনও নিশ্চয়তা শুভেন্দু অধিকারীর তরফ থেকে পাওয়া যায়নি।

কবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন শুভেন্দু? রাজনৈতিক মহলের জল্পনা, শুভেন্দু ১৪ ডিসেম্বর বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন। ১৫ ডিসেম্বরে তাঁর জন্মদিন। তাই ওই দিন কোনও কর্মসূচি থাকছে না। তবে দাদাকে অভিনন্দন জানাতে অনুষ্ঠান থাকতে পারে। ১৭ ডিসেম্বর তাম্রলিপ্ত পরিষদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে থাকবেন শুভেন্দু। এবং ১৮ ডিসেম্বর বিজেপিতে যোগদান। আপাতত এই জল্পনাই চলছে রাজনৈতিক মহলে। তবে এই খবর কেবলই জল্পনা। দেখার বিষয় জল্পনা আগামী দিনে সঠিক হয় কিনা!


আরও পড়ুন-২২৫টি আসন নিয়ে ফের ক্ষমতায় আসবেন মমতা: প্রত্যয়ী অভিষেক
