Monday, August 25, 2025

কেন্দ্রের তলবে মুখ্যসচিব ও ডিজিপির দিল্লি না যাওয়ার ইঙ্গিত, চিঠি পাঠালেন আলাপন

Date:

Share post:

কেন্দ্রের তলবে মুখ্যসচিব ও ডিজিপির দিল্লি না যাওয়ার ইঙ্গিত। চিঠি লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে একথা জানালেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়িতে হামলার ঘটনার প্রেক্ষিতে 14 তারিখ সোয়া বারোটার সময় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মুখ্যসচিব ও ডিজেপিকে তলব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। এই চিঠি পেয়ে তার উত্তরে এদিন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় একটি চিঠি পাঠান স্বরাষ্ট্রমন্ত্রককে। সেখানে তিনি লেখেন, জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া ব্যক্তির জন্য পুরো বিষয়টি গুরুত্ব দিয়েছে রাজ্য। এই বিষয়ে জেপি নাড্ডা ডায়মন্ড হারবার যাওয়ার পথে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল তা জানিয়ে দেন আলাপন।

চিঠিতে তিনি লেখেন, রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি বুলেটপ্রুফ গাড়ি ও একটি পাইলট কার দেওয়া হয়েছিল নাড্ডাকে। এছাড়াও পিএসও (সিআরপিএফ) ছিলেন। ওই রেঞ্জের ডিআইজিকে এলাকায় রাখা হয়েছিল। তিনি পুরো পুলিশ মোতায়েনের বিষয়ে তদারকি করেন। 4 জন অতিরিক্ত পুলিশ সুপার, আটজন ডেপুটি পুলিশ সুপার, 14 জন ইন্সপেক্টর, 70 জন এসআই/এএসআই, 40 ব়্যাফ, 259গন কন্সস্টেবল এবং 350 সদস্যর অতিরিক্ত বাহিনী নাড্ডার ডায়মন্ডহারবারের যাত্রাপথে মোতায়েন করা হয়েছিল। এছাড়াও কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থাও ছিল।

কিন্তু ওই কনভয়ের ভিতর বাইরের গাড়ি ছিল বলে অভিযোগ করেন মুখ্যসচিব। তিনি জানান, এই বিষয়ে তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে. যার মধ্যে দুটি মামলা উস্তি এবং ফলতা থানায় দায়ের হয়েছে. এই ঘটনায় সাতজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। রাজ্যের পক্ষ থেকে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা এবং তদন্ত প্রক্রিয়া চলছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যসচিব ও ডিজেপিকে সশরীরে দিল্লিতে হাজির হওয়ার বিষয়টি যদি বিবেচনা করে দেখা হয়- সে বিষয় চিঠিতে অনুরোধ করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...