ডায়মন্ড হারবার কাণ্ডের পর মুকুল রায়কে ফোন অমিত শাহের

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডায়মন্ড হারবার কর্মসূচিকে কেন্দ্র করে সফর পথে তুলকালাম কাণ্ড ঘটে গতকাল বৃহস্পতিবার। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সেই ঘটনার রেশ গিয়ে পড়েছে দিল্লিতেও। আসরে নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির দুই নেতাকে ফোন করেন।
কেমন আছেন, সেই খোঁজ-খবর নেন।

এদিকে ইটের আঘাতে বিজেপির জাতীয় সহ-সভাপতি
মুকুল রায়ের গাড়ির কাঁচও ভেঙেছে বলে অভিযোগ। এরপরেই সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। টুইট করে লেখেন, “বাংলায় আইনের শাসন নেই। সরকার নামে আছে। সারা বাংলায় জঙ্গলের রাজত্ব। একদলীয় সরকার চলছে। নতুন করে কিছু বলার নেই। এক্ষুণি রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার।”

এরপর তিনি কেমন আছেন, তা জানতে মুকুল রায়কে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও তাঁদের মধ্যে বিস্তারিত কী কথা হয়েছে তা জানা যায়নি।

 

Previous articleকাল রাজ্যে আসছেন মোহন ভাগবত
Next articleকেন্দ্রের তলবে মুখ্যসচিব ও ডিজিপির দিল্লি না যাওয়ার ইঙ্গিত, চিঠি পাঠালেন আলাপন