Sunday, August 24, 2025

বর্তমান পুরমন্ত্রীকে চিঠি প্রাক্তনের

Date:

Share post:

পুরসভার সঙ্গে যোগাযোগই ছিল না, এমন কয়েকজনকে প্রশাসক বোর্ডে মনোনীত করার নির্দেশ প্রত্যাহারের দাবিতে পুরমন্ত্রীকে চিঠি। আলিপুরদুয়ার, কোচবিহার, মাথাভাঙা, জলপাইগুড়ি ও ডালখোলায় পুরসভার কাউন্সিলর ছিলেন না- এমন কয়েকজনকে প্রশাসকমণ্ডলী থেকে সরানোর আর্জি জানিয়ে ফিরহাদ হাকিমকে চিঠি দিলেন প্রাক্তন পুরমন্ত্রী তথা শিলিগুড়ির সিপিআইএম বিধায়ক অশোক ভট্টাচার্য। শনিবার, তিনি রাজ্যের বর্তমান পুরমন্ত্রীকে চিঠি দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, অতিমারি জনিত পরিস্থিতির কারণে পুরভোট না হওয়ায় রাজ্য প্রশাসকমণ্ডলী গঠন করেছে। তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছিল।

তবে রাজ্য সরকার কলকাতা পুরসভায় যে নীতিতে প্রশাকমণ্ডলী গঠন করেছিল তা মেনেই অধিকাংশ পুরসভায় প্রশাসকদের মনোনীত করা হয়। সব জায়গাতেই বিদায়ী মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলরদের প্রশাসক বোর্ডে রাখা হয়। কিন্তু, সম্প্রতি বেশ কয়েকটি পুরসভায় এমন কয়েকজনকে মনোনীত করে প্রশাসক বোর্ডে রাখা রয়েছে যাঁরা পুরসভার কাউন্সিলরই ছিলেন না। তাই অশোকবাবুর দাবি, এমন সিদ্ধান্ত পুর আইনের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

অশো ভট্টাচার্য বিদায়ী মেয়র হিসেবে শিলিগুড়ি পুরবোর্ডের প্রশাসকমণ্ডলীর প্রধান হিসেবে মনোনীত হয়েছেন। তিনি প্রশাসক বোর্ডের প্রধান হওয়ার পরে সব এলাকায় বিদায়ী কাউন্সিলরদের কো অর্ডিনেটর করে দায়িত্ব দিয়েছেন। জানান, উত্তরবঙ্গের বেশ কয়েকটি পুরসভায় কিছুদিন আগে এমন কয়েকজনকে প্রশাসক বোর্ডে রাখা হয়েছে, যাঁদের পুরসভার সঙ্গে কোনও যোগাযোগই ছিল না। এমন ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য হলে তা দুর্ভাগ্যজনক বলে তিনি মন্তব্য করেছেন। তাঁর আর্জি, ওই নির্দেশ প্রত্যাহার করে নতুন করে ওই কটি পুরসভার প্রশাসক মনোনীত করা হোক।

আরও পড়ুন-সিবিআই হেফাজত থেকেই উধাও সোনা, তদন্তের নির্দেশ আদালতের

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...