Saturday, January 10, 2026

শান্তনুর মানভঞ্জনে মতুয়া ঠাকুর বাড়িতে গিয়ে কৈলাস জানালেন বাংলায় CAA হবেই

Date:

Share post:

বনগাঁর গোপাল নগরে মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়ের মেগা জনসভার পর এবার উত্তর ২৪ পরগনার ঠাকুর নগরের মতুয়া ঠাকুর বাড়িতে হাজির বিজেপির কেন্দ্রীয় নেতা তথা এ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। সেখানে সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করছেন বিজয়বর্গীয়। উপস্থিত রয়েছেন সুব্রত ঠাকুর ও মঞ্জুলকৃষ্ণ ঠাকুর।

মতুয়া ঠাকুর বাড়িতে আসা প্রসঙ্গে বিজয়বর্গীয় বলেন, “একান্তই সৌজন্যমূলক সাক্ষাৎকার।” কিন্তু সংশ্লিষ্ট মহল বলছে অন্য কথা। সম্প্রতি তৃণমূল নেত্রীর বিশাল জনসভায় মতুয়া সম্প্রদায় ভুক্ত হাজার হাজার মানুষ সেই সভায় হাজির ছিলেন। দলপতিরা সেদিন মুখ্যমন্ত্রীর সভায় হাজির থেকে দাবি করেছিলেন, মতুয়ারা মমতার সঙ্গেই আছেন।

শুধু তাই নয়, ঠাকুর বাড়ির সন্তান তথা বনগাঁর বিজেপি সাংসদ দলীয় কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে রাখছিলেন। দলের একটা অংশের প্রতি তিনি ক্ষুব্ধ বলেও শোনা যাচ্ছে। পাশাপাশি, নাগরিকত্ব, এনআরসি এবং সিএএ ইস্যুতে ক্রমশ কেন্দ্রের উপর চাপ বাড়াচ্ছে। ফলে বেশ অস্বস্তিতে ছিলেন শান্তনু। কিছু কিছু মহল থেকে তাঁর দলত্যাগের কথাও উঠে আসছিল। এদিন অবশ্য শান্তনু ঠাকুরের সঙ্গে বিজেপির দূরত্ব প্রসঙ্গকেও গুজব বলে উড়িয়ে দেন কৈলাস। তাঁর কথায়, “শান্তনু ঠাকুর আমাদের একজন কর্মকর্তা। তাঁর সঙ্গে কোনও দূরত্ব নেই। বিরোধীরা এসব রটনা করছে।

এরপরই নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠলে কৈলাস বলেন, “নাগরিকত্ব নিয়ে রাজ্যের সঙ্গে কথা বলার কোনও বাধ্যকতা নেই কেন্দ্রের। রাজ্য সরকার সহযোগিতা করলেও লাগু হবে, না হলেও লাগু হবে। আর বাংলায় এনআরসির নয়, সিএএ লাগু হবে। আর মতুয়া সমাজের জন্য বিজেপির যা তাতে তাঁরা অন্য কোথাও যাবেন না।”

কিন্তু নাগরিকত্ব আইন প্রসঙ্গে মতুয়ারা কী ভাবছেন এই প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে যান কৈলাস। বিজয়বর্গীয় বলেন, “এটা শান্তনু ঠাকুরই বলতে পারবেন। আমি কিছু বলতে পারব না।”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শান্তনু ঠাকুর কিংবা ঠাকুর বাড়ির কোনও সদস্যের প্রতিক্রিয়া পাওয়া যায়নি কৈলাসের সঙ্গে বৈঠক নিয়ে। তবে রাজনৈতিক মহলের ধারণা, শান্তনুর মান ভাঙাতেই ঠাকুর বাড়িতে গিয়েছিলেন কৈলাস।

আরও পড়ুন-বিজেপির সদস্যরাই সবচেয়ে বেশি গো মাংস রফতানি করে, বিস্ফোরক সিদ্দারামাইয়া

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...