Tuesday, November 4, 2025

কৃষক আন্দোলনের সমর্থনে চাকরি ছাড়লেন পাঞ্জাব পুলিশের ডিআইজি

Date:

Share post:

কৃষক আন্দোলনের (Farmers Movement) সমর্থনে চাকরি থেকে ইস্তফা দিলেন পাঞ্জাব পুলিশের ডিআইজি ( DIG) আইপিএস লক্ষ্মীন্দর সিং ঝাকর ( Lakhminder Singh Jakhar)৷ দ্রুত দিল্লিতে গিয়ে আন্দোলনে যোগ দেবার কথাও জানিয়েছেন তিনি।

প্রতিবাদী কৃষকদের সমর্থনে পাঞ্জাবের ডিআইজি পদ থেকে ইস্তফা দিয়ে লক্ষ্মীন্দর সিং ঝাকর বলেছেন, “পদত্যাগের জন্য সরকারিভাবে যা যা করার সব করেছি৷ আশা করি আমার ইস্তফা গ্রহণে কোনও অসুবিধা হবে না।”

একইসঙ্গে তিনি বলেছেন, “আমি প্রথমে কৃষক, পরে পুলিশ। আমার বাবা একজন কৃষক। ক্ষেতে কাজের মাধ্যমে করা উপার্জনের অর্থেই আমি পড়াশুনা করেছি। আমার জীবনের যা কিছু সাফল্য তা কৃষির জন্যই।” ঝাকর জানিয়েছেন, “আমার ৮১ বছরের মা এখনও ক্ষেতের কাজ দেখভাল করেন। মা আমার কাছে জানতে চেয়েছিলেন, প্রতিবাদী কৃষকদের আন্দোলন নিয়ে আমার কী মতামত? মায়ের এই প্রশ্নে আমি তাঁর চোখের দিকে তাকাতে পারিনি৷ তাই ইস্তফার সিদ্ধান্ত নিয়েছি।” পাঞ্জাবের কারা বিভাগের এই ডিআইজি শনিবারই ইস্তফা পত্র জমা দেন৷

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে ঘুষকাণ্ডে লক্ষ্মীন্দর সিং ঝাকরকে সাসপেণ্ড করা হয়েছিলো। দু’মাস আগে নির্দোষ প্রমানিত হওয়ায় ফের পদ ফিরে পান ৫৬ বছর বয়সী ওই আইপিএস। ইস্তফাপত্রে ঝাকর জানিয়েছেন, “আমার পদত্যাগ দ্রুত মঞ্জুর করা হোক৷ এজন্য আমি ৩ মাসের বেতন ও অন্যান্য ভাতা জমা করতে তৈরি”৷ লক্ষ্মীন্দর সিং ঝাকরের ইস্তফার কথা স্বীকার করেছে রাজ্য প্রশাসন৷

আরও পড়ুন- সিঙ্গুর আন্দোলন নিয়ে ‘বোধোদয়ের’ নাটক মুকুল রায়ের

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...