Tuesday, August 26, 2025

বাংলাদেশ থেকে সরাসরি দার্জিলিং, ৫৫ বছর পর চালু হচ্ছে চিলাহা‌টি-হল‌দিবাড়ি রেলপথ

Date:

Share post:

অবশেষে দীর্ঘ ৫৫ বছর পর চালু হচ্ছে বাংলাদেশের চিলাহা‌টি ও ভারতের হল‌দিবাড়ি রেলপথ। বৃহস্পতিবার ভি‌ডিও কনফারেন্সের মাধ্যমে এ রেলপথটি উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ( Bangladeshi prime minister Sheikh Hasina & Indian prime minister Narendra Modi)। বাংলাদেশ-ভার‌তের ম‌ধ্যে এটি এক‌টি সম্পূর্ণ নতুন রেল ক‌রি‌ডোর। উদ্বোধন উপল‌ক্ষে এরইমধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের ( India Pakistan war ) পর বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ী পর্যন্ত রেল লিংকটি বন্ধ হয়ে যায়। এতে দুই দেশের বিশাল জনগোষ্ঠী রেলওয়ে সেবা হতে বঞ্চিত হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে চলমান ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হতে থাকে। বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, বর্তমান সরকার আন্ত-আঞ্চলিক যোগাযোগ জোরদারকরণের মাধ্যমে ব্যবসা বাণিজ্য ও পর্যটন খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বন্ধ হয়ে যাওয়া রেলপথটি পুনরায় চালু করা হচ্ছে। এর মাধ্যমে দুই দেশের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নতি হবে। এ প্রক‌ল্পের ব্যয় ধরা হয়েছে ৮০১৬.৯৪ লক্ষ টাকা। ২০১৮ সালের ১ আগস্ট শুরু হওয়া প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রকল্পের আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ৭টি ইন্টারচেঞ্জ পয়েন্ট স্থাপন করা হবে। এরমধ্যে ৪টিতে রেলওয়ে সংযোগ স্থাপিত হয়েছে। বর্তমানে ৫ম ইন্টারচেঞ্জ পয়েন্ট হিসেবে চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগটি সংযোজিত হচ্ছে।

আরও পড়ুন- ভোটের বাদ্যি বাজাতে রাজ্যে এলেন কেন্দ্রীয় উপ-মুখ্যনির্বাচন কমিশনার সুদীপ জৈন

প্রকল্পের চুক্তির আওতায় ৬.৭২৪ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ (মেইন লাইন)। ২.৩৬ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ (লুপলাইন)। এছাড়া ৭টি ব্রিজ নির্মাণ, ২টি লেভেল ক্রসিং গেট, কালার লাইট সিগন্যালিং ও ১টি টেলিকমিউনিকেশন সিস্টেম প্রবর্তন স্টেশন।

রেলওয়ে আরও জানিয়েছে, চিলাহাটি ও চিলাহাটি বর্ডার রেলপথটি চালু হলে বাংলাদেশের মোংলা পোর্ট এবং উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ভারতের উত্তর-পূর্ব অংশ, নেপাল এবং ভুটানের মধ্যে আমদানি ও রফতানি কার্যক্রম পরিচালনার জন্য যোগাযোগ অবকাঠামোর মানোন্নয়নের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম জোরদার হবে।
রাজধানী ঢাকাসহ বাংলাদেশ ও ভারতের সঙ্গে নিরবচ্ছিন্ন ট্রেন চলাচল সম্ভব হবে। ফলে রেল যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে বলে আশা করছে রেলওয়ে। পাশাপাশি জাতীয় অর্থনৈতিক উন্নয়নে রেলের অবদান বৃদ্ধি পাবে। কন্টেইনার ট্রেন পরিচালনা শুরু করা যাবে। এর ফলে রেলওয়ের আয় বৃদ্ধি পাবে। বাংলাদেশি পর্যটকরা দার্জিলিংসহ উত্তর-পূর্ব ভারতে দ্রুত ও সহজে ভ্রমণ করতে পারবেন।

আরও পড়ুন- নিমতৌড়ির ‘অ-রাজনৈতিক’ সভায় মুখ খুলবেন শুভেন্দু ? জল্পনা চরমে

spot_img

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...