Sunday, November 9, 2025

মান বাঁচাতে আজ ‘হোম গ্রাউণ্ড’-এ নামছেন বিজেপির শুভেন্দু অধিকারী

Date:

Share post:

‘অ্যাওয়ে’ ম্যাচ খেলতে এসে বিস্তর চার-ছয় মেরে গিয়েছেন সৌগত রায়, ফিরহাদ হাকিমরা ( Sougata Roy-Firhad Hakim)৷

এবার ‘হোম গ্রাউণ্ড’-এ ‘জবাব’ দিতে মাঠে নামছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)

স্বঘোষিত ‘গড়’ কাঁথিতে ( Contai) আজ, বৃহস্পতিবার পদযাত্রা করার কথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা শুভেন্দু অধিকারীর।

বুধবার কাঁথিতে মিছিল করে পূর্ব মেদিনীপুরের ১৬ আসনই দখল করার ঘোষণা করেছেন ফিরহাদ-সৌগত-অখিল গিরি৷ ওদিকে, ওই জেলার মানুষ যে তাঁদের পাশে আছে তা বোঝানোর লক্ষ্যে আজ নামছে বিজেপি।
এদিন দেখা গিয়েছে, গোটা কাঁথির রাস্তা জুড়ে ঝুলছে শুভেন্দুর ছবি দেওয়া পোস্টার, ব্যানার, ফ্লেক্স। বিজেপির দাবি, আজ ঐতিহাসিক মিছিল হবে কাঁথির রাস্তায়৷ এই মিছিলে ‘দাদার অনুগামী’-দের মাথায় থাকবে সাদা টুপি। দিল্লিতে আম আদমি পার্টির সভা-সমাবেশে তাদের সমর্থকদের যেমন সাদা টুপিতে দেখা যায়, তেমনই সাজছেন দাদার অনুগামীরা৷ মিছিলে অংশ নেওয়া মানুষের ভিড়ে যাতে ‘দাদার অনুগামী’দের আলাদা করা বোঝা যায় সেই লক্ষ্যেই এই কৌশল বলে মনে করা হচ্ছে৷ সাদা টি- শার্ট আর সবুজ ব্যাজে দাদার অনুগামীদের সকাল থেকেই দেখা যাচ্ছে কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ড-সহ শহরের সর্বত্রই৷ অনুগামীদের বক্তব্য, “রাস্তা বন্ধ করে, ব্যারিকেড করে, রাতে রাস্তায় দড়ি ফেলে আমরা দাদার অনুষ্ঠান করি না। আমরা মানুষের পাশে থেকে কাজ করি।” জানা গিয়েছে, হলদিয়া, তমলুক,কোলাঘাট থেকে অনুগামীরা এসে গিয়েছেন অনুষ্ঠানস্থলে৷ এদের গায়েও দাদার অনুগামী লেখা টি-শার্ট ও টুপি৷ বুধবারই শুভেন্দু-সহ গোটা অধিকারী পরিবার নিয়ে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতারা। আজ তার পালটা জবাব দিতে চলেছেন বিজেপি বা শুভেন্দু।

spot_img

Related articles

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...