Wednesday, August 20, 2025

বক্সিং ডে টেস্টে ৮২ রানে এগিয়ে ভারতীয় দল, শতরান অজিঙ্কে রাহানের

Date:

Share post:

বক্সিং ডে টেস্টে ( boxing day test) দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ( Australia )বিরুদ্ধে ৮২ রানে এগিয়ে ভারতীয় ( India) দল। ইনিংসে শতরান অজিঙ্কে রাহানের ( ajinkya rahane) । দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে টিম ইন্ডিয়া।

প্রথম টেস্টে হারের পর এ যেন দুরন্ত ক‍্যামব‍্যাক ব্লুজ ব্রিগেডের। বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে গুটিয়ে দেয় ভারত। জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় রাহানের দল। দ্বিতীয় দিনে ব‍্যাটিং লাইনকে যোগ‍্য ভরসা দেন শুভমান গিল ( shubman gill) অভিষেক ম‍্যাচে ৪৫ রান করেন তিনি। শুভমান আউট হতেই ভারতের হয়ে ব‍্যাটিং এ ভরসা দেন ভারত অধিনায়ক অজিঙ্কে রাহানে। ১০৪ রানে অপরাজিত তিনি। রাহানের শতরানের কারনেই মেলবোর্নে (melbourne) দ্বিতীয় দিনের শেষে অ‍্যাডভ‍্যান্টেজ পেয়ে গেল ভারত। বিরাটের অবর্তমানে একে বারে সামনে দিয়ে দেশকে যোগ‍্য নেতৃত্ব দিলেন রাহানে।

দ্বিতীয় দিনে শুরুতে শুভমানকে সঙ্গী করে মাঠে নামেন চেতেশ্বর পুজারা ( cheteshwar pujara) । শুভমান ব‍্যাটে রান পেলেও ব‍্যর্থ হন পুজারা। মাত্র ১৭ রান করেন তিনি। ২১ রানে আউট হয়ে যায় হানুমা বিহারি ( hanuma vihari) । ২৯ রান করেন ঋষভ পান্থ (rishabh pant)। ম‍্যাচে এদিন ব‍্যাটে রাহানেকে যোগ‍্য সঙ্গত দেন রবীন্দ্র জাদেজা (ravindra jadeja)। ৪০ রানে অপরাজিত তিনি। ১০৪ রানে অপরাজিত রাহানে। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ( mitchell starc ) এবং প‍্যাট ক‍্যামিন্স ( pat cummins )। একটি উইকেট নেন নেথান লিওন ( nathan lyon)। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২৭৭ রান ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮২ রানে এগিয়ে অজিঙ্কে রাহানের দল। যার ফলে দ্বিতীয় দিনের শেষে অজিদের বিরুদ্ধে অনেকটাই এগিয়ে টিম ইন্ডিয়া। তবে তৃতীয় দিনে ভারতের লক্ষ‍্য লিড বাড়িয়ে নেওয়া। তবেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে পারবে বলে মনে করছেন ভারত অধিনায়ক অজিঙ্কে রাহানে।

আরও পড়ুন:বক্সিং ডে টেস্টে শতরান রাহানের

spot_img

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...