Tuesday, January 13, 2026

ববি মুখ খুললেই তুলোধোনা করছেন শুভেন্দু

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee) নয়, কলকাতার প্রাক্তন মেয়র ( Ex Meyor) এবং রাজ্যের মন্ত্রী (WB Minister) ফিরহাদ হাকিম ( Firhad Hakim) মুখ খুললেই তাঁকে তুলোধোনা করছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আক্রমণ করছেন ধারালো ভাষায়, সঙ্গে যুক্তি। পাল্টা ফিরহাদ যা বলছেন, রাজনৈতিক মহল বলছে, মনে হচ্ছে পাড়ার চায়ের দোকানের কোনও কাল্টু-বল্টু যেন জবাব দিচ্ছেন। ফলে ববির বিরুদ্ধে শুভেন্দুর মন্তব্য মিম হয়ে ঘুরতে শুরু করেছে সামাজিক মাধ্যমে।

কী যুক্তি দিচ্ছেন শুভেন্দু যার জন্য বেজায় অস্বস্তিতে পড়ছে তৃণমূল নেতৃত্ব?

১. বছর কয়েক আগে, পাকিস্তানের এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছিলেন ফিরহাদ। সেই কথোপকথনেই ববি রীতিমতো বুক ফুলিয়ে বলেছিলেন, আমার এলাকাটাকে (পড়ুন খিদিরপুর) আমি মিনি পাকিস্তান (Mini Pakistan) বানিয়ে রেখেছি। এই বক্তব্য প্রকাশ্যে এনে খোঁচা মারা শুরু করেছেন শুভেন্দু।

২. শুভেন্দু জনসভায় রীতিমতো রসিয়ে বলছেন, কে আমার বিরোধিতা করছে? কে বলছে আমি বিশ্বাসঘাতক? যে দলের সব পদ ছেড়ে এসে বিজেপিতে এসেছে, সে! নাকি যে মনোনয়ন না পেয়ে মিছিল নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি ঘেরাও করেছিল, হামলা চালিয়েছিল, ঢিল মেরেছিল, সে!

৩. শুভেন্দুর প্রশ্ন, কেন ফিরহাদ হাকিমই কলকাতার মেয়র হবে? পুরমন্ত্রী থাকার পরেও কেন মেয়র? উত্তর কলকাতার কেউ কেন কোনওদিন সেই পদ পাবে না? সুব্রত মুখোপাধ্যায় (Shovon Cjattrja, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সকলে দক্ষিণ কলকাতার লোক। সিপিএমের আমলে প্রশান্ত চট্টোপাধ্যায় তবু উত্তর কলকাতা থেকে মেয়র হয়েছিলেন। কেন অতীন ঘোষ বা অন্যরা উত্তর কলকাতার মানুষ হওয়ার কারণে মেয়র হবেন না! অথচ তাদে যোগ্যতা রয়েছে ষোলো আনা?

এই তিন যুক্তি দিয়েই শুভেন্দু ক্ষান্ত থাকেননি। পাল্টা উত্তর কলকাতার যুব এবং প্রতিষ্ঠিত তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলছেন, বোঝাচ্ছেন। ওয়ার্ডে ওয়ার্ডে আওয়াজ তোলার প্রস্তুতি চলছে। স্লোগানও তৈরি… কেন দক্ষিণ বারবার/ মেয়র দেবে এবার উত্তর। এই লড়াই যে শুভেন্দু তাঁর পুরনো দলের মধ্যে বাধিয়ে দিতে সফল, তা উত্তরে কান পাতালেই বেশ মালুম হবে। শুভেন্দুর সুরে তাঁরা বলছেন, উত্তর কলকাতার নেতারা কি বানের জলে ভেসে এসেছে?

উল্লেখ্য, নারদা স্টিং অপারেশনে কাগজে মুড়িয়ে টাকা নিতে যেমন শুভেন্দুকে দেখা গিয়েছে, তেমনি ববিকেও ক্যামেরায় দেখা গিয়েছে স্যান্ডো গেঞ্জিতে। ক্যামেরায় দেখা যাচ্ছে, কলকাতার সদ্য প্রাক্তন মেয়র বলছেন, এতো কম টাকা (পড়ুন ৫ লক্ষ) আমি নিই না। আমার ছেলেরা নেয়। ফলে দু’জনের বিরুদ্ধেই একই অভিযোগ। সেই জ্বালায় দুজনেই জ্বলছেন।

তবে এখানেই শেষ নয়। ববির জন্য আরও বেশ কিছু দাওয়াই ভেবে রেখেছেন শুভেন্দু। লোহা-বল্লম-তীর তুলে রেখেছেন। সময় এলেই ঝুলি থেকে বেড়াল বেরবে। দেখার, কলকাতার প্রাক্তন মহানাগরিক সেই ধাক্কা কীভাবে সামলান!!

 

spot_img

Related articles

অন্যায়ভাবে নাম কাটলে রুখে দাঁড়ান: SIR নিয়ে নবান্নে তোপ মুখ্যমন্ত্রীর, নথি জমার রসিদ নেওয়ার পরামর্শ

অন্যায়ভাবে নাম বাদ! SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

উত্তরপ্রদেশে জ্যাকেটের ভিতর সাপ নিয়ে হাসপাতালে আক্রান্ত: রোগীকে চিকিৎসা ‘অস্বীকার’

কোন সাপ কামড়েছে, বোঝাতে জ্যাকেটের মধ্যে সাপ ভরে নিয়ে এলেন এক রিক্সাচালক। উত্তরপ্রদেশের মথুরায় (Mathura) মুহূর্তে চাঞ্চল্য শুরু...

শুধু অবৈধরাই তালিকার বাইরে, কে নিশ্চিত করবে: SIR হয়রানিতে কমিশনে প্রশ্ন একতা মঞ্চের

ভোটার তালিকা নিবিড় সংশোধনী নতুন কিছু নয়। কিন্তু নির্বাচন কমিশন এবার এসআইআর নিয়ে যেসব পথ অবলম্বন করছে এবং...

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে...