Monday, August 25, 2025

ববি মুখ খুললেই তুলোধোনা করছেন শুভেন্দু

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee) নয়, কলকাতার প্রাক্তন মেয়র ( Ex Meyor) এবং রাজ্যের মন্ত্রী (WB Minister) ফিরহাদ হাকিম ( Firhad Hakim) মুখ খুললেই তাঁকে তুলোধোনা করছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আক্রমণ করছেন ধারালো ভাষায়, সঙ্গে যুক্তি। পাল্টা ফিরহাদ যা বলছেন, রাজনৈতিক মহল বলছে, মনে হচ্ছে পাড়ার চায়ের দোকানের কোনও কাল্টু-বল্টু যেন জবাব দিচ্ছেন। ফলে ববির বিরুদ্ধে শুভেন্দুর মন্তব্য মিম হয়ে ঘুরতে শুরু করেছে সামাজিক মাধ্যমে।

কী যুক্তি দিচ্ছেন শুভেন্দু যার জন্য বেজায় অস্বস্তিতে পড়ছে তৃণমূল নেতৃত্ব?

১. বছর কয়েক আগে, পাকিস্তানের এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছিলেন ফিরহাদ। সেই কথোপকথনেই ববি রীতিমতো বুক ফুলিয়ে বলেছিলেন, আমার এলাকাটাকে (পড়ুন খিদিরপুর) আমি মিনি পাকিস্তান (Mini Pakistan) বানিয়ে রেখেছি। এই বক্তব্য প্রকাশ্যে এনে খোঁচা মারা শুরু করেছেন শুভেন্দু।

২. শুভেন্দু জনসভায় রীতিমতো রসিয়ে বলছেন, কে আমার বিরোধিতা করছে? কে বলছে আমি বিশ্বাসঘাতক? যে দলের সব পদ ছেড়ে এসে বিজেপিতে এসেছে, সে! নাকি যে মনোনয়ন না পেয়ে মিছিল নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি ঘেরাও করেছিল, হামলা চালিয়েছিল, ঢিল মেরেছিল, সে!

৩. শুভেন্দুর প্রশ্ন, কেন ফিরহাদ হাকিমই কলকাতার মেয়র হবে? পুরমন্ত্রী থাকার পরেও কেন মেয়র? উত্তর কলকাতার কেউ কেন কোনওদিন সেই পদ পাবে না? সুব্রত মুখোপাধ্যায় (Shovon Cjattrja, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সকলে দক্ষিণ কলকাতার লোক। সিপিএমের আমলে প্রশান্ত চট্টোপাধ্যায় তবু উত্তর কলকাতা থেকে মেয়র হয়েছিলেন। কেন অতীন ঘোষ বা অন্যরা উত্তর কলকাতার মানুষ হওয়ার কারণে মেয়র হবেন না! অথচ তাদে যোগ্যতা রয়েছে ষোলো আনা?

এই তিন যুক্তি দিয়েই শুভেন্দু ক্ষান্ত থাকেননি। পাল্টা উত্তর কলকাতার যুব এবং প্রতিষ্ঠিত তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলছেন, বোঝাচ্ছেন। ওয়ার্ডে ওয়ার্ডে আওয়াজ তোলার প্রস্তুতি চলছে। স্লোগানও তৈরি… কেন দক্ষিণ বারবার/ মেয়র দেবে এবার উত্তর। এই লড়াই যে শুভেন্দু তাঁর পুরনো দলের মধ্যে বাধিয়ে দিতে সফল, তা উত্তরে কান পাতালেই বেশ মালুম হবে। শুভেন্দুর সুরে তাঁরা বলছেন, উত্তর কলকাতার নেতারা কি বানের জলে ভেসে এসেছে?

উল্লেখ্য, নারদা স্টিং অপারেশনে কাগজে মুড়িয়ে টাকা নিতে যেমন শুভেন্দুকে দেখা গিয়েছে, তেমনি ববিকেও ক্যামেরায় দেখা গিয়েছে স্যান্ডো গেঞ্জিতে। ক্যামেরায় দেখা যাচ্ছে, কলকাতার সদ্য প্রাক্তন মেয়র বলছেন, এতো কম টাকা (পড়ুন ৫ লক্ষ) আমি নিই না। আমার ছেলেরা নেয়। ফলে দু’জনের বিরুদ্ধেই একই অভিযোগ। সেই জ্বালায় দুজনেই জ্বলছেন।

তবে এখানেই শেষ নয়। ববির জন্য আরও বেশ কিছু দাওয়াই ভেবে রেখেছেন শুভেন্দু। লোহা-বল্লম-তীর তুলে রেখেছেন। সময় এলেই ঝুলি থেকে বেড়াল বেরবে। দেখার, কলকাতার প্রাক্তন মহানাগরিক সেই ধাক্কা কীভাবে সামলান!!

 

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...