আগামী ৭ জানুয়ারি পূর্ব পরিকল্পিত নন্দীগ্রামে(Nandigram) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সভা বাতিল করা হয়েছে। তবে এই সভা কেন বাতিল করা হলো সোমবার সাংবাদিক বৈঠক করে তা স্পষ্ট করলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়(Subrata Mukherjee)। জানিয়ে দিলেন, ওই এলাকার বিধায়ক অখিল গিরি(Akhil Giri) করোনা(coronavirus) আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তি হওয়ার কারণে এই সভা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁকে ছাড়া এই সভা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়।

এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে সুব্রত মুখোপাধ্যায় জানান, ‘অখিল গিরি অসুস্থ। তিনি করোনা আক্রান্ত হয়েছেন। অখিল গিরির জেলার অন্যতম সংগঠক তাঁকে ছাড়া সভা করা সম্ভব নয়। তাই ৭ তারিখের নন্দীগ্রামের সভা স্থগিত করা হয়েছে।’ পাশাপাশি তিনি এটাও জানান, ‘অখিল গিরির সুস্থ হয়ে গেলেই ফের সভা হবে ওখানে। মুখ্যমন্ত্রীও যাবেন। তবে আপাতত সেখানে শুধুই কর্মীসভা হবে।

আরও পড়ুন:ভোট আসে ভোট যায়: কোন্নগরে রাস্তার বেহাল পরিস্থিতির পরিবর্তন হয় না

উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি শহিদ দিবস উপলক্ষে নন্দীগ্রামে যাওয়া ছিল কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হঠাৎ করেই সোমবার সকালে জানিয়ে দেওয়া হয় এই কর্মসূচি স্থগিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী পরিবর্তে ওখানে কর্মিসভা করবেন সুব্রত বক্সী। এই ঘোষণার পরই রাজ্য রাজনীতিতে জল্পনা উস্কে ওঠে। কারণ ৭ জানুয়ারি মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম আসার কথা ঘোষণা হতেই কাঁথির সভা থেকে চ্যালেঞ্জ করেছিলেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। তিনি জানান, ‘৭-এ আসুন, ভাষণ দিন। আমি জানি আপনি কি বলবেন। ৮-এ পালটা স্বভাব করে আপনার সব কথার জবাব দেবো।’ ফলস্বরূপ এই সভা বাতিল হওয়ার পর তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। তাদের দাবি, শুভেন্দু ওনার (মমতা বন্দ্যোপাধ্যায়) পাল্টা সভা করবেন, সেই ভয়েই সভা বাতিল করা হয়েছে। যদিও এই ধরনের অবান্তর যুক্তি পুরোপুরি খারিজ করা হয়েছে তৃণমূলের তরফে।

