ঝাড়গ্রামে কালো পতাকা দেখানো হলো বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী৷ তৃণমূল ছাড়ার পর সোমবার প্রথমবার ঝাড়গ্রাম গিয়ে গিয়েই বিক্ষোভের মুখে পড়লেন তিনি৷ দু’জায়গায় ‘গো-ব্যাক’ স্লোগান শোনেন৷ পরে তিনি বলেন, “হ্যাঁ, পাঁচজন বিক্ষোভ দেখিয়েছে৷ আমি তাঁদের নমস্কার করলাম, তিনজন মুখ নামিয়ে নিলো দেখলাম”৷
পাশাপাশি তিনি বলেন, “ঝাড়গ্রামের চার আসনে বিজেপি প্রার্থীকে জেতানোর জন্য আমি আসিনি৷ এসেছি ওই চার আসনে জেতার মার্জিন ৫০ হাজারের বেশি করাতে৷ ৪ আসনে জেতার জন্য এই জেলার বিজেপি নেতারাই যথেষ্ট যোগ্য”৷

আরও পড়ুন : ‘জেলার চার আসনেই ৫০ হাজারের বেশি ভোটে বিজেপি জিতবে’, ঝাড়গ্রামে বললেন শুভেন্দু

ঝাড়গ্রাম গিয়ে একথা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন বিজেপি কার্যকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি। দলীয় বৈঠকে তিনি জানিয়েছেন, একুশের ভোটে জঙ্গলমহল তথা ঝাড়গ্রামের সবক’টি আসনেই বিজেপি জয়ী হবে৷ নেতাই-এ শহিদ দিবস পালন প্রসঙ্গে শুভেন্দু বলেন, “ওই গণহত্যার পর তৃণমূলের কোনও নেতাকে পাওয়া যায়নি৷ আমি ঘুরে ঘুরে সেদিন মৃতদেহ কুড়িয়েছি৷ আজ যারা শহিদ বেদীতে মালা দিতে চাইছেন, দিয়ে আসুন৷ নেতাইয়ের শহিদ হওয়া, আহত বা নিখোঁজদের পরিবারগুলিই এর জবাব দেবেন”৷ ছত্রধর মাহাতো প্রসঙ্গে শুভেন্দু বলেন,”কোনও নৈরাজ্যবাদী সম্পর্কে আমি মন্তব্য করতে চাইনা৷ ওখানকার মানুষই ভোটের সময় বুঝিয়ে দেবেন উনি কেমন লোক৷” বিজেপি নেতা বলেন, “গত জেলা পরিষদের নির্বাচনে বিজেপিই জিতেছে৷ গণনায় কীভাবে কারচুপি হয়েছে তা আমি জানি৷”
