Sunday, January 11, 2026

বোলপুরে মমতার পদযাত্রায় সুদৃশ্য জনপ্লাবন

Date:

Share post:

জনপ্লাবন- মঙ্গলবার বোলপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) রোড শো (Road Show) নিয়ে এই উপমাই যথাযথ। গত রবিবার অমিত শাহের (Amit Shah) যে পথ বোলপুরে (Bolpur) রোড শো করেন, এদিন সেই পথেই নামেন তৃণমূল নেত্রী (Tmc)। বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ( Anubrata Mandal) দাবি এই মিছিলে প্রায় ৩ লক্ষ জনসমাগম হয়েছে। মুখ্যমন্ত্রী জনসাধারণের সঙ্গে কথাও বলছেন।

বোলপুর লজ মোড় থেকে শুরু করে চৌরাস্তা মোড় হয়ে জামবনিতে (Jambani) গিয়ে শেষ হবে রোড শো। লজ মোড় থেকে জামবনি পর্যন্ত ৪ কিলোমিটার পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি ছোট মঞ্চ করা হয়েছে। রোড শো শেষে সেখানে বক্তব্য রাখবেন মমতা।

সভা ঘিরে সকাল থেকেই বোলপুরের রাস্তায় জমায়েত শুরু করেন তৃণমূল কর্মীরা। বেলা বাড়তেই চোখে পড়েছে জনপ্লাবন। এই সম্পর্কে অনুব্রত মণ্ডল জানান, ভিড় বাড়াতে তাঁকে বাইরের কোন জেলা বা রাজ্য থেকে লোক আনতে হয়নি শুধু বোলপুরের আশপাশের লোকজন নেই এই জমায়েত। এই পথেই কয়েক দিন আগে রোড শো করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই রোড শো-তেও যথেষ্ট জনসমাগম হয়। সেই সময় বীরভূম তৃণমূলের জেলা সভাপতি দাবি করেছিলেন, বাইরে থেকে লোক এনে রোড শো-তে ভিড় বাড়ানো হয়েছে। এদিন অনুব্রত মণ্ডল বলেন অন্য জায়গা থেকে লোকাল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল তাই শুধু জেলার লোক দিয়েই এই মিছিল।

এদিনের মুখ্যমন্ত্রী পদযাত্রা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচিতে আটকে নেই, তাতে সংস্কৃতিক ছোঁয়া রয়েছে। মিছিলে রয়েছেন সেই বাউল যাঁর বাড়িতে অমিত শাহ মধ্যাহ্নভোজ করেছিলেন। এছাড়াও বিভিন্ন বাউল শিল্পী থেকে শুরু করে বাংলার শিল্পের বিভিন্ন আঙ্গিকের ধরা পড়েছে মিছিলে। রয়েছে দুটি সুসজ্জিত ট্যাবলো( Tableau)। মিছিলে তৃণমূল নেত্রীর পাশেই রবীন্দ্রনাথের ছবি হাতে হাঁটছেন সংসদ শতাব্দী রায় (Satabdi Ray)। সব মিলিয়ে একটি সুদৃশ্য জনজোয়ার বোলপুরের রাঙামাটির পথে।

আরও পড়ুন-নিশীথ-মিহির কোচবিহারে বিজেপির মুখ? প্রশ্ন দলের অন্দরেই

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...