প্রয়াত বিশ্ব বিখ্যাত ফরাসি (France) ফ্যাশন ডিজাইনার (Fashion Designer) পিয়েরে কার্ডিন (Pierre Cardin)। আজ, বুধবার পশ্চিম ফ্রান্সের নেউলিতে এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯৮ বছর বয়সী বিশ্বখ্যাত এই ফরাসি ফ্যাশন ডিজাইনার।

দুনিয়াজুড়ে ready-to-wear-এর অগ্রদূত ছিলেন পিয়েরে কার্ডিন। একটা সময় ইতালি থেকে ফ্রান্সে শরনার্থী হয়ে এসেছিলেন পিয়েরে বাবা। ফ্রান্সের সৃজনশীল পরিবেশে বেড়ে উঠেছিলেন পিয়েরে। তাঁর হাত ধরেই এসেছিল Unisex Fashion ট্রেন্ড।

১৯৫০ সালে নিজের ফ্যাশন হাউস তৈরি করেন পিয়েরে কার্ডিন। ১৯৫১ সালে তিনি ডিজাইন করেছিল ‘Party of the Century’-র ৩০টি কস্টিউম। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি পিয়েরেকে। বাকিটা ইতিহাস।
