Saturday, November 15, 2025

কৃষকদের আন্দোলনের পাশে শঙ্খ, বিদ্রুপ দিলীপের

Date:

Share post:

কৃষকদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে এবার দিলীপ ঘোষের (Dilip Ghosh) বক্রোক্তি নিশানায় কবি শঙ্খ ঘোষ (Shankha Ghosh)। সিঙ্ঘু সীমানায় (Singhu) কৃষকদের প্রতিবাদকে সমর্থন জানিয়ে সমাবেশের ডাক দিয়েছেন বিদ্বজ্জন ও সংস্কৃতি জগতের একাংশ। এই ইস্যুতে ওই সমাবেশের প্রতি সমর্থন জানিয়ে শুক্রবার বিবৃতি দেন শঙ্খ ঘোষ ( Shankha Ghosh)। তাঁর সেই অবস্থানকে বিদ্রুপ করেন বিজেপির রাজ্য সভাপতি (Bjp State President)।

কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়াতে রবিবার (Saturday) সুকান্ত সদনে সংহতি সমাবেশের আয়োজন করছেন নাট্যকার চন্দন সেনেরা (Chandan Sen)। আমন্ত্রণ জানানো হয় শঙ্খ ঘোষকে। কিন্তু সশরীরে উপস্থিত থাকতে না পারার কারণ জানিয়ে উদ্যোক্তাদের বার্তা পাঠান শঙ্খ ঘোষ। সেখানে তিনি লেখেন, “রাষ্ট্রশক্তির চাপিয়ে দেওয়া সর্বনাশা কৃষি আইন বাতিল করার দাবিতে গোটা দেশের কৃষক সমাজ কিছু দিন ধরে এক দুঃসাহসিক আন্দোলনে রত।

রাজনৈতিক দল-মত নির্বিশেষে, নেতা-কর্মী ছাত্র-যুবা শিল্পী-সাহিত্যিকদের সঙ্গে মিলিত ভাবে আমিও চাই যে, সর্বত ভাবে সফল হোক এই আন্দোলন”। তবে , শারীরিক কারণে তিনি ব্যক্তিগত ভাবে সেখানে উপস্থিত হতে পারবেন না বলেও জানিয়েছেন শঙ্খবাবু।

এর পরেই তাঁকে কটু কথা বলতে আসরে নামেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘এই সব লোকেদের ছবি অনেক দিন সংবাদমাধ্যমে দেখিনি আমরা। তাঁরা এখন ছবি তুলতে চাইছেন! তাঁদের যদি মনে হয়, নতুন কৃষি আইন কৃষক-বিরোধী, পশ্চিমবঙ্গের কৃষকদের কেন রাস্তায় নামার প্রয়োজনীতার কথা বোঝাচ্ছেন না? তাঁদের সঙ্গে ছবি তুলুন না! দিল্লি গিয়ে ছবি তুলছেন কেন?’’ সদ্যই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্পর্কে কুমন্তব্য করে সমালোচনার মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে। কিন্তু তিনি রয়েছেন একই রকম।

আরও পড়ুন : ১০০ শতাংশ খাঁটি দার্জিলিং টি, চায়ের প্যাকেটে ব্র্যান্ড দিলীপ

কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৫ জানুয়ারি শহরে ৮টি মিছিলের ডাক দিয়েছে কলকাতা (Kolkata) জেলা সিপিআইএম(Cpim)। গোলপার্ক, ধাপা, উল্টোডাঙা, শোভাবাজার, মহাজাতি সদন, খিদিরপুর মোড়, শৈলশ্রী সিনেমা হল এবং বেহালা ১৪ নম্বর বাসস্ট্যান্ড থেকে ওই দিন মিছিল শুরু হবে।

Advt

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...