মর্মান্তিক দুর্ঘটনা!

ট্রায়াল রান (Trial Run) চলাকালীন ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ধাক্কায় প্রাণ হারালেন ৪ জন। ঘটনাটি উত্তরাখন্ডের হরিদ্বারের (Haridwar)।

জানা গিয়েছে, চলছিল রেলের ডবল ট্র্যাকের ট্রায়াল রান। বৃহস্পতিবার হরিদ্বার থেকে লকসর (Laksar) পর্যন্ত চলছিল এই ট্রায়াল রান। সেই সময়েই ঘটে এই দুর্ঘটানাটি। দুর্ঘটনার সময় ট্রেনের গতি ছিল ১০০-১২০ কিলোমিটার। সেইসময় রেললাইনের ওপর ওই চারজন দাঁড়িয়েছিলেন। রান শুরুর পর তাঁরা সেখান থেকে সরে যাওয়ার সময় পাননি।

দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত (Tribendra Singh Rawat)। টুইট করে তিনি লিখেছেন, খবর পেলাম যে হরিদ্বারে রেলের ডবল ট্র্যাক ট্রায়ালের সময় কয়েকজন ট্রেনের ধাক্কায় মারা গিয়েছেন। এই ঘটনায় আমি নিহতদের আত্মীয়দের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।


এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ট্রেনটি নিয়ে আসা হয়েছিল দিল্লি থেকে। পুলিশ জানিয়েছে, মৃতদের শনাক্তকরণের প্রক্রিয়া চলছে।


আরও পড়ুন-নবীন পট্টনায়ককে খুনের ষড়যন্ত্র, উড়ো চিঠির জেরে ব্যাপক চাঞ্চল্য ওড়িশায়
