Friday, August 22, 2025

নন্দীগ্রামে আজ প্রথমবার ‘শক্তি’ দেখাবে বিজেপি, থাকবেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা

Date:

Share post:

গত বছর নন্দীগ্রামের রেওয়াপাড়ায় সভা করতে যাওয়ার পথে বাধার মুখে পড়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷ বাধা দিয়েছিলেন তৎকালীন স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন তৃণমূল৷

আজ আর ‘শত্রু’ নন শুভেন্দু ৷ একদা শত্রু সেই শুভেন্দুর হাত ধরেই আজ, শুক্রবার নন্দীগ্রামের মঞ্চে দিলীপ ঘোষের সগর্ব উপস্থিতি নজর কাড়তে পারে৷

রাজ্যে পরিবর্তনের ধাত্রীভূমি নন্দীগ্রামে আজ, শুক্রবার শক্তি প্রদর্শন করতে চায় বঙ্গ-বিজেপি WB BJP)৷ ইস্তফার আগে পর্যন্ত শুভেন্দু অধিকারী (suvendu) এই নন্দীগ্রাম কেন্দ্রেরই বিধায়ক ছিলেন৷ শুভেন্দুর ডাকে সাড়া দিয়েই আজ
নন্দীগ্রামের মঞ্চে হাজির থাকার কথা বিজেপি- হেভিওয়েটদের৷ প্রচার করা হয়েছে, এই সভায় শুভেন্দুর পাশে থাকবেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), সর্বভারতীয় বিজেপির সহ সভাপতি মুকুল রায় ( Mukul Roy), সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (vijaybargiyo)৷

বিজেপি তথা শুভেন্দু গত কয়েকদিন ধরেই বলে চলেছেন, আজকের সভায় লক্ষাধিক জনসমাগম হবে৷ এ কথা বলে কার্যত তৃণমূলের দিকেই চ্যালেঞ্জ ছুড়েছেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক। ওদিকে তৃণমূলের দাবি, বাইরে থেকে লোক এনে ভরানো হবে সভাস্থল৷ তাই বিজেপির এই সভা নন্দীগ্রামে একদমই প্রভাব ফেলবে না৷ অন্যদিকে বিজেপি সূত্রের খবর, আজ গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করতে পারেন শুভেন্দু৷ নজরকাড়া গেরুয়া- জনসমাগম সত্যিই করতে পারলে বঙ্গ-রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠবে নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই
নন্দীগ্রামের ‘রাজনৈতিক অভিভাবকত্ব’ নিয়ে প্রশ্ন উঠছে৷ বাম আমলে জমি রক্ষা আন্দোলনের নেতৃত্বের প্রশ্নে জোর টক্কর চলছে তৃণমূল ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে। আর সেই আবহেই আজ নন্দীগ্রামে এই প্রথমবার লক্ষাধিক জমায়েতের চ্যালেঞ্জ ছুড়েছে বিজেপি৷

তৃণমূল সূত্রে খবর, আগামী ১৮ জানুয়ারি নন্দীগ্রামে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরপরই ৭ জানুয়ারি শহিদ দিবসে নন্দীগ্রামে সভার ঘোষণা করেছিল তৃণমূল। তৃণমূল সুপ্রিমোর সেই সভায় উপস্থিত থাকার কথা ঘোষণা হয়েছিলো। শুভেন্দু তখন জানান, মুখ্যমন্ত্রীর সভার পরদিন, ৮ জানুয়ারি নন্দীগ্রামেই সভা করবে বিজেপি৷ কিন্তু সভার মূল আয়োজক রামনগরের বিধায়ক অখিল গিরি করোনা আক্রান্ত হওয়ায় তা বাতিল করে তৃণমূল৷এখন দেখার আজকের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ১৮ তারিখের সভার পাল্টা গেরুয়া-সভার ঘোষণা আজকের মঞ্চ থেকে করা হয় কি’না৷

আরও পড়ুন:ইসরোর বিজ্ঞানীর চাঞ্চল্যকর অভিযোগ: খাবারে বিষ, ঘরে সাপ!

Advt

spot_img

Related articles

স্মৃতি-তাড়িত হতে দিন: মোদির মেট্রো উদ্বোধনের দিন সব মনে করালেন মুখ্যমন্ত্রী

রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে উজাড় করে দিয়েছিলেন। নতুন রুট, লাইন, ট্রেন, স্টেশন, প্রকল্প, কর্মসংস্থান— কী দেননি! ইউপিএ...

হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ উদ্ধার বৃদ্ধার দেহ, আতঙ্ক নিউ গড়িয়ায়

খাস কলকাতায় চমকে ওঠার মতো ঘটনা। শুক্রবার সকালে নিউ গড়িয়ার একটি অভিজাত আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার...

ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ফাঁস হল বিজেপির ষড়যন্ত্র

বিজেপির এসআইআর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল অবশেষে। ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ধরা পড়ে গেল বিজেপি। প্রত্যেক রাজ্যে ভোটের...

উৎকণ্ঠার অবসান, সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন: JEE-র ফল ঘোষণায় পোস্ট শিক্ষামন্ত্রীর

ওবিসি জটে আটকে গিয়েছিল ফল। প্রায় ৪ মাসের মাথায় জয়েন্ট এন্ট্রান্সের JEE রেজাল্ট প্রকাশিত হল। শীর্ষ আদালতের নির্দেশে...