Sunday, August 24, 2025

জুনিয়র মৃধা খুনে চাঞ্চল্যকর তথ্য, নিজের ফোন থেকে বহু মেসেজ ডিলিট করেন প্রিয়াঙ্কা

Date:

Share post:

জুনিয়র মৃধা খুনের (Junior Mridha Murder Case) ঘটনায় সিবিআইয়ের (CBI) হাতে আরও এক তথ্য। সিবিআই সূত্রে খবর, জুনিয়রের খুনের দিন প্রিয়াঙ্কা চৌধুরী (Priyanka Chowdhury) ফোন থেকে ডিলিট করা হয়েছে একাধিক মেসেজ। মেসেজগুলি খুনের আগে ও খুনের পরে করা হয়েছিল বলে জানা যাচ্ছে। ডিলিট হওয়া এসএমএসগুলি চন্ডিগড়ের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে পুনরুদ্ধার করেছে সিবিআই।

জানা গিয়েছে, জুনিয়র খুনের দিন মেসেজগুলি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা জেরা করছেন প্রিয়াঙ্কাকে। এরইমধ্যে জিজ্ঞেসাবাদ করা হয়েছে জুনিয়র মৃধার এক বন্ধু প্রযোজককে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, সল্টলেকের বাসিন্দা প্রিয়াঙ্কার দুই পরিচিতকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারীরা। তাঁদেরকে আগামী সপ্তাহেই ডেকে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। গোয়েন্দাদের দাবি, প্রিয়াঙ্কার ফোন থেকে টালিগঞ্জের এক প্রযোজকের নাম পেয়েছে সিবিআই।

প্রিয়াঙ্কার আইনজীবী অয়ন চক্রবর্তীর (Ayan Chakraborty) কথায়, “এসএমএস সংক্রান্ত তথ্য আগেই সংগ্রহ করেছিল সিবিআই।”

সিবিআই সূত্রে খবর, ২০১১ সালের ১২ জুলাই রাত ৯টা ২০ মিনিটে জুনিয়র ও প্রিয়াঙ্কার মধ্যে ফোনে শেষবারের মতো কথা হয়। রাত ৯টা ৪০ মিনিটে জুনিয়রের মোবাইল থেকে শেষ মেসেজ যায় প্রিয়াঙ্কার ফোনে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, জুনিয়র প্রিয়াঙ্কাকে মেসেজ করেন, আজ তোমার স্বামী বাড়িতে নেই। তাহলে তুমি আমার সঙ্গে দেখা করলে না কেন? তদন্তকারীরা দাবি করেছেন, প্রিয়াঙ্কার তরফে এই হোয়াটসঅ্যাপ মেসেজের কোনও উত্তর দেওয়া হয়নি। এর এক ঘণ্টা পরই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধার থেকে প্রিয়াঙ্কাকে ফোন করেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ওই দিন রাতেই জুনিয়রের মৃতদেহ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধার থেকেই উদ্ধার হয়।

আরও পড়ুন-ফের উত্তপ্ত কেশপুর-চন্দ্রকোনা

Advt

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...