পৌষের গরমে নাজেহাল রাজ্যবাসী। উধাও শীত। চড়ছে তাপমাত্রার পারদ। আগামী ৪৮ ঘণ্টায় শীতের আমেজ একেবারেই মিলবে না বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

বুধবারের পর থেকে কিছুটা হলেইও কাটতে পারে অস্বস্তিভাব। নামতে পারে তাপমাত্রা। তবে তাপমাত্রা ঠিক কতটা নামবে বা শীত কতটা ফিরবে রাজ্যে তা নিয়ে সন্দেহ রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৭ ডিগ্রি বেশি। জানা যাচ্ছে, গত ৫ বছরে উষ্ণতম ১১ জানুয়ারি এটি। শেষ কবে বছরের এই সময়ে তাপমাত্রা ২০ ওপর উঠেছিল, তেমন নজির পাওয়া মুশকিল। পৌষেই একেবারে ঘেমেনেয়ে অস্থির রাজ্যবাসী।

রাতে ও সকালে খানিকটা ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অস্বস্তি। সামনে মকর সংক্রান্তিতে শীত পড়ার সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আজ কলকাতায় সকালে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে।

আরও পড়ুন-লক্ষ্য মতুয়া ভোট, আজ রানাঘাটে মমতার সভা ঘিরে উন্মাদনা তুঙ্গে