“আপনার থেকে কোনও মানুষ, কোনও ঈশ্বর বড় নয়” স্বামীজিকে স্মরণ করে টুইট কঙ্গনার

স্বামী বিবেকানন্দকে স্মরণ করে সোশাল মিডিয়ায় পোস্ট অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut)। স্বামীজিকে (Swami Vivekananda) শ্রদ্ধা জানালেন অভিনেত্রী।

কঙ্গনা পোস্টের মাধ্যমে দাবি করেন, বিবেকানন্দই তাঁর গুরু। স্বামীজির থেকে কোনও মানুষ, কোনও ঈশ্বর বড় নয়। স্বামী বিবেকানন্দের ছবি পোস্ট করে কঙ্গনা টুইটারে লেখেন, ‘যখন আমি হারিয়ে গিয়েছিলাম, আপনি আমায় পথ দেখিয়েছিলেন। যখন আমার কোথাও যাওয়ার ছিল না, আপনি আমার হাত ধরেছিলেন। যখন আমি পৃথিবীর কাছে হতাশ হয়েছি, কোনও আশা রাখিনি, সেই সময় আপনি আমায় জীবনের উদ্দেশ্যে দেখিয়েছিলেন। আপনার থেকে কোনও মানুষ, কোনও ঈশ্বর বড় নয়, আপনিই আমার গুরু। আপনি আমার সমস্ত কিছুর উৎস।’

আরও পড়ুন-তিনটি কৃষি আইনেই স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত, গঠন করা হলো কমিটি

Advt