এবার বাম-কংগ্রেসের শরণ নিলেন শুভেন্দু, কড়াবার্তা সেলিম- প্রদীপের

তৃণমূল কংগ্রেসই (TMC) শুধু নয়, এবার বাম- কংগ্রেস (LEFT- CONGRESS) ভাঙ্গতেও উদ্যোগী হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARY)৷

আর এই ইচ্ছাপ্রকাশ করামাত্রই শুভেন্দুকে কার্যত ধুইয়ে দিয়েছে বাম ও কংগ্রেস নেতৃত্ব ৷

মঙ্গলবার দুর্গাপুরে শুভেন্দু সভা থেকে তৃণমূলকে কম আক্রমণ করেন পাশাপাশি তৃণমূলকে সরাতে রাজ্যের বাম ও কংগ্রেস সমর্থকদের বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান৷ আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা। গেরুয়া শিবিরে যোগদান করে প্রথম দিন থেকেই সরাসরি তৃণমূলকে আক্রমণ করতে শুরু করেন। কিন্তু এদিন কংগ্রেস এবং বাম কর্মী-সমর্থকদের প্রতি শুভেন্দু যেভাবে আহ্বান জানালেন, তা আসন্ন ভোটের প্রেক্ষিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শুভেন্দু এদিন দাবি করেছেন, রাজ্যে ক্ষমতায় এলে গণতান্ত্রিক পরিবেশ ফেরাবে বিজেপি৷ তাতে উপকৃত হবে বাম এবং কংগ্রেসও৷ এই সভায় ছিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, বর্ধমান পূর্বের সাংসদ এবং সদ্য বিজেপিতে যোগ দেওয়া সুনীল মণ্ডল, বর্ধমান-দুর্গাপুরের সাংসদ এস এস আলুওয়ালিয়া, বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার ও ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।
প্রসঙ্গত, নির্বাচনে তৃণমূল এবং বিজেপিকে হারাতে বাম এবং কংগ্রেস শিবির জোট বেঁধেছে। এখন শুধু তাঁদের আসন রফাই বাকি। তবে বাম এবং কংগ্রেস শিবিরে এই জোট নিয়ে কিছু সমস্যা আছে৷ সেই সমস্যাকে কাজে লাগাতেই তৎপর হয়েছেন শুভেন্দু। তৃণমূলকে হারাতে বিজেপির সমর্থনে যদি বাম এবং কংগ্রেস সমর্থকরা ভোট দেন, তাহলে গেরুয়া শিবিরের লাভ ষোলোআনা৷ সেই চেষ্টাই শুভেন্দু করেছেন৷
শুভেন্দুর আহ্বান শুনে যদি বাম-কংগ্রেস সমর্থকরা গেরুয়া শিবিরকে ভোট দেয়, তাহলে অবশ্যই বিপদ হবে তৃণমূল শিবিরের।

এদিকে শুভেন্দুর এই চেষ্টার তীব্র নিন্দা করেছেন বাম ও কংগ্রেস নেতৃত্ব ৷ সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম ( MD.SELIM) বলেছেন, “বাস্তবে উল্টোটাই হতে চলেছে, তা বুঝতে পেরেই বিজেপি এই কথা বলছে৷ গেরুয়াশিবিরের তৃণমূলকরণ হচ্ছে দেখে বিজেপির হতাশ কর্মী- সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে হটাতে বাম-কংগ্রেসের দিকে ঝুঁকেছেন৷” প্রদেশ কংগ্রেস নেতা তথা সাংসদ প্রদীপ ভট্টাচার্য ( PRADIP BHATTACHERJEE) বলেছেন, ” কংগ্রেস আগাগোড়াই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই করে এসেছে! তাই বাম-কংগ্রেস সমর্থকরা কখনই বিজেপিকে ভোট দেবেনা৷ এমন আবেদন হাস্যকর৷” পশ্চিম বর্ধমান সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় বলেছেন, “শুভেন্দুর মতো সুবিধাবাদী, দুর্নীতিবাজ, রাজনৈতিক নেতার মানসিক সুস্থতা কামনা করি” ৷ এখন দেখার এক শত্রুকে শেষ করতে অন্য শত্রুর সঙ্গে হাত মেলায় কিনা বাম এবং কংগ্রেস সর্মথকরা।

আরও পড়ুন:ফের ধাক্কা খেলেন ট্রাম্প, এবার অ্যাকাউন্ট ব্লক করল ইউটিউব

Advt

Previous articleফের ধাক্কা খেলেন ট্রাম্প, এবার অ্যাকাউন্ট ব্লক করল ইউটিউব
Next articleস্বামীজির মাথার ওপর শ্যামাপ্রসাদ-দীনদয়াল, উঠছে সমালোচনার ঝড়