Sunday, August 24, 2025

ভোটের আগে রাজ্যকে ১০০ শতাংশ হিংসামুক্ত করার নির্দেশ নির্বাচন কমিশনের

Date:

Share post:

বিধানসভা ভোটের ( assembly election 2021) আগে গোটা রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে হবে৷ যে যে সব এলাকায় এখনও অশান্তি রয়েছে সেই এলাকাগুলি শান্ত করতে হবে। বাংলাকে ১০০% শান্তিপূর্ণ করতে হবে ভোটের আগেই।

জেলাশাসক এবং পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে বৈঠকে বুধবার স্পষ্টভাবে একথা জানিয়ে দিয়েছেন দেশের সহকারি নির্বাচন কমিশনার সুদীপ জৈন (sudip jain)৷ সূত্রের খবর, জেলাশাসক ও পুলিশ সুপারদের এমন নির্দেশই দিয়েছেন সুদীপ জৈন৷ বৈঠকে দক্ষিণবঙ্গের জেলাগুলির জেলাশাসক ও পুলিশ সুপার ও কমিশনাররা সশরীরে উপস্থিত ছিলেন।উত্তরবঙ্গের জেলাগুলির জেলাশাসক,পুলিশ সুপাররা ভার্চুয়ালি ছিলেন বৈঠকে।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে রাজ্যে এসে ডেপুটি ইলেকশন কমিশনার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কোন কোন এলাকায় অশান্তি হচ্ছে, রাজনৈতিক খুন হচ্ছে, এই বিষয়গুলি নিয়ে প্রত্যেক সপ্তাহে নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানোর কথাও বলে গিয়েছিলেন সহকারি ইলেকশন কমিশনার।এদিনের বৈঠকে অশান্ত এলাকায় শান্তি ফিরেছে নাকি তা নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারদের কাছে জানতে চান সুদীপ জৈন। হাজির থাকা সংখ্যাগরিষ্ঠ পুলিশ সুপারই জানান এলাকায় শান্তি ফিরেছে৷ পাশাপাশি একাধিক এসপি জানিয়েছেন, তাদের এলাকায় এখনও বিক্ষিপ্তভাবে অশান্তি রয়েছে৷ জৈন স্পষ্টভাবে জানিয়ে দেন, অশান্ত এলাকায় এখনই শান্তি ফেরাতে হবে। সেই দায়িত্ব এসপিদেরই নিতে হবে৷

সূত্রের খবর, এই দিনের বৈঠকে বারাকপুরের কমিশনারের কাছে জৈন জানতে চান এলাকার অবস্থা এখন কেমন৷ এদিনের আলোচনায় স্পষ্ট হয়েছে, রাজ্যের কোন কোন এলাকা এখনও হিংসাপ্রবণ,
নির্বাচন কমিশন তা জানে৷

বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্রসচিব , ডিজির সঙ্গে বৈঠক করার কথা ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈনের৷

আরও পড়ুন- কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে বানান শুধরে দিলেন হনুমা

Advt

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...