Sunday, January 11, 2026

ভোটের বছরে নেতাজির জন্মবার্ষিকী নিয়ে একগাদা কর্মসূচি কেন্দ্রের

Date:

Share post:

ভোট বড় বালাই৷

বিজেপির শাসনকালের অন্যান্য বছরে এতখানি তৎপরতা দেখা যায়নি৷ এ বছর বাংলার বিধানসভা ভোটের মুখে নেতাজি সুভাষচন্দ্র বসুর( Netaji Subhas) জন্মবার্ষিকী জাঁকজমকের সঙ্গে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ( Govt of India)৷ এই লক্ষ্যে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করেছে কেন্দ্র ৷ পাশাপাশি একঝাঁক কর্মসূচি নিয়ে ফেলেছে মোদি সরকার।

◾দেশের যেসব শহর বা গ্রামে নেতাজির স্মৃতি, কর্মযজ্ঞ এবং সামাজিক তথা রাজনৈতিক কর্মসূচি ছড়িয়ে রয়েছে,সেগুলিকে বেছে নেওয়া হবে।

◾কলকাতা থেকে কটক, মণিপুর থেকে আন্দামান অথবা গোমো, দেশজুড়ে ছড়ানো নেতাজির এ ধরনের কর্মভূমিকে নিয়ে কেন্দ্র তৈরি করছে ‘নেতাজি সার্কিট’।

◼তৈরি হবে একাধিক মিউজিয়ম এবং প্রদর্শনীস্থল।

◾মণিপুরের মৈরাং এলাকায় যেখানে নেতাজির আজাদ হিন্দ বাহিনী ঢুকে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলো, সেই এলাকাকে নেতাজি সার্কিটের অঙ্গ হিসেবে তুলে ধরা হচ্ছে।

◾মৈরাং-এর প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা জমি অধিগ্রহণ করবে সরকার। সেখানে নেতাজি-কেন্দ্র গড়ে তোলা হবে।

◾কটকে নেতাজির জন্মস্থান ও জানকীনাথ বসুর বাসভবন ও সংলগ্ন এলাকাকে কেন্দ্র করে গঠন করা হবে নেতাজি কেন্দ্র।

◾ভিক্টোরিয়া মেমোরিয়ালে চিত্র প্রদর্শনী থেকে নেতাজির স্মৃতি বিজড়িত উপকরণও প্রদর্শন করা হবে।

◾নেতাজি-জীবনে গুরুত্বপূর্ণ গোমো স্টেশন সাজানো হবে।

১৯৪৩ সালে আন্দামানে গিয়েছিলেন নেতাজি। সেখানেই তৈরি হবে আজাদ হিন্দ বাহিনীর মিউজিয়ম।

 

spot_img

Related articles

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...

অব্যহতি দেয়নি কমিশন: আত্মহত্যায় ‘বাধ্য’ হলেন মুর্শিদাবাদের BLO

অতিরিক্ত কাজের চাপে তাঁর শরীর খারাপ হত। তারপরেও অব্যহতি মেলেনি নির্বাচন কমিশনের এসআইআর-এর কাজ থেকে। ক্রমশ বেড়েছে কাজের...

নাবালিকা হকি খেলোয়াড়কে ধর্ষণ কোচের, ন্যক্কারজনক ঘটনা হরিয়ানাতে

ডাবল ইঞ্জিন সরকারে রাজ্যে ফের আক্রান্ত মহিলা ক্রীড়াবিদ। হরিয়ানায়(Haryana) নাবালিকা হকি খেলোয়াড়কে(Junior hockey Player) ধর্ষণের বিস্ফোরক অভিযোগ উঠল...

মেট্রোর লাইনে আবার ‘ঝাঁপ’: রবিবাসরীয় সন্ধ্যায় ব্যাহত পরিষেবা

রবিবার সন্ধ্যায় ফের বিপর্যস্ত হল ব্লু লাইন মেট্রো পরিষেবা (Kolkata Metro)। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, নেতাজি ভবন...