Sunday, November 9, 2025

মৃত্যুমুখ থেকে ফিরেই গ্রেফতার রাশিয়ার পুতিনবিরোধী নেতা নাভালনি

Date:

Share post:

তাঁকে বিষ দিয়ে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল। বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন। জার্মানিতে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে দেশে ফিরতেই গ্রেফতার রাশিয়ার (Russian) পুতিনবিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনি (alexai navalni)। রবিবার জার্মানি থেকে রাশিয়ায় ফেরার পর জামিনের নীতি লঙ্ঘনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। পুতিনের (putin) কট্টর সমালোচক এই নেতা রাশিয়ায় একনায়কতন্ত্রের সমালোচনা করে একদিকে যেমন দেশের ভিতর প্রবল জনপ্রিয় তেমনি অন্যদিকে সরকারের চক্ষুশূল। তাঁকে বিষ দিয়ে মারার পিছনেও ক্রেমলিনের চক্রান্তের তত্ত্ব বহু আলোচিত।

সম্প্রতি এক বিবৃতি জারি করে রাশিয়ার কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৪ সালের আর্থিক দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল নাভালনিকে। তবে আদালত তিন বছর সাজা দিলেও জেলে যেতে হয়নি তাঁকে। কারণ, দোষী সাব্যস্ত হলেও নাভালনির সাজা মকুব (‘সাসপেন্ডেড সেন্টেন্স’) করে দেওয়া হয়। কিন্তু শর্ত অনুযায়ী থানায় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট সময় অন্তর তাঁর হাজিরা দেওয়ার কথা। প্রশাসনের অভিযোগ, আদালতের দেওয়া শর্ত মানছেন না রাশিয়ার বিরোধী নেতা নাভালনি। তাই দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত অগাস্টে বিষ প্রয়োগের ফলে নাভালনি প্রায় মৃত্যুর মুখে পড়েন। কোমায় চলে গেলে তাঁকে চিকিৎসার জন্য জার্মানি নিয়ে যাওয়া হয়। শুরুতে টালবাহানা করলেও বিরূপ সমালোচনার চাপে তাঁকে জার্মানি নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল পুতিন সরকার। জার্মান সরকারের সহযোগিতায় দীর্ঘদিন চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ তিনি। জার্মানি, ফ্রান্স ও সুইডেনের ল্যাবরেটরিতে পরীক্ষা করে নাভালনির উপর বিষ প্রয়োগের সত্যতা প্রমাণিত হয়। অভিযোগ, বিমানে পান করা চায়ে বিষ মেশানো ছিল। যদিও এর পিছনে ষড়যন্ত্রের কথা মানতে নারাজ ক্রেমলিন।

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...