Thursday, November 13, 2025

সোমবার থেকে খুলে গেল বিভিন্ন মেট্রো স্টেশনের একাধিক গেট

Date:

Share post:

দীর্ঘ ভোগান্তির পর  অবশেষে স্বস্তি পেতে চলেছেন  মেট্রো (Kolkata Metro) যাত্রীরা। সোমবার থেকে প্রতিটি মেট্রো স্টেশনের প্রায় সবকটি গেট (every entry and exit gate will be open ) খুলে দেওয়া হচ্ছে।  মেট্রো ষাত্রীরা (metro passenger)অনেকদিন ধরেই এই দাবি জানিয়ে আসছিলেন। অনেক ভাবনা-আলোচনার পরে অবশেষে যাত্রীদের সমস্যা মেটাতে উদ্যোগী হলেন মেট্রো কর্তৃপক্ষ। সোমবার থেকে একাধিক স্টেশনের একাধিক গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।  মেট্রোর এই পদক্ষেপের  ফলে নিউ নর্মাল পিরিয়ডে (new normal period)যাত্রীদের যে ভোগান্তির হচ্ছিল, তা অনেকটাই কমবে বলা মনে করা হচ্ছে।

করোনা (Corona virus) আবহে লকডাউন (lockdown)পরবর্তী সময়ে অতিরিক্ত ভিড় এড়াতে প্রায় সব স্টেশনেই পাতালপ্রবেশের একাধিক গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। প্রতিটি স্টেশনেই একটি বা দু’টি গেট খোলা হচ্ছিল। কোথাও আবার একটি গেটে প্রবেশ অন্য গেটে বেরনোর ব্যবস্থা করা হয়েছিল। যার ফলে চূড়ান্ত নাকাল হতে হচ্ছিল যাত্রীদের। কাছাকাছি গেট খোলা না থাকায় অনেকটা ঘুরে  হেঁটে গিয়ে অন্য গেট দিয়ে ঢুকতে হচ্ছিল। এর ফলে  ট্রেন মিস তো করছিলেনই যাত্রীরা, সময়ও লাগছিল অনেকটা বেশি।  সেই সমস্যা খানিকটা লঘু করতে বেশ কয়েকটি স্টেশনের একাধিক গেট খোলার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার থেকে একাধিক স্টেশনে মোট ৫টি অতিরিক্ত গেট খোলা হবে। সেন্ট্রাল  (central metro)স্টেশনের ৫ নম্বর গেট কাল থেকে খোলা থাকবে প্রবেশের জন্যও। কালীঘাট (kalighat) স্টেশনের ৪ এবং ৫ নম্বর গেট দিয়েও যাত্রীরা বেরতে পারবেন। ১০ নম্বর গেট দিয়ে করা যাবে প্রবেশ। কাল থেকে রবীন্দ্র সরোবর (rabindra sarobar) স্টেশনের চার নম্বর গেট খুলে দেওয়া হবে যাত্রীদের বেরনোর জন্য। সেই সঙ্গে চাঁদনী চক এবং পার্ক স্ট্রিট (park st metro) স্টেশনের ১ নম্বর গেট দিয়ে প্রবেশ এবং প্রস্থান দুই’ই করা যাবে।

আরও পড়ুন-কয়লা কাণ্ডে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ আইপিএস অফিসার তথাগত বসুকে

Advt

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...