সুরাতের রাস্তার ধারে শুয়ে থাকা শ্রমিকদের পিষে দিল ট্রাকের চাকা, মৃত ১৫

রাস্তার ধারে শুয়েছিলেন ১৮ জন শ্রমিক। আর ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। শ্রমিকদের পিষে দিল ট্রাকের চাকা। ঘটনাটি ঘটেছে গুজরাতের ( Gujrat) সুরাতে (Surat)। ঘটনায় মারা গিয়েছেন ১৫ জন।

জানা গিয়েছে, সোমবার রাতে সুরাতে কোসাম্বার কাছে পিপলোদ গ্রামে রাস্তার ওপর শুয়ে ছিলেন ১৮ জন শ্রমিক। রাতের অন্ধকারে, বেপরোয়া ট্রাকচালক তাঁদের পিষে দিয়ে বেরিয়ে যায়। তাতে মৃত্যু হয় ১৫ জনে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

মান্ডবীর দিকে যাচ্ছিল ট্রাকটি। প্রথমে উল্টোদিক থেকে আখ-বোঝাই ট্র্যাক্টরের সঙ্গে ধাক্কা লাগে ঘাতক ট্রাকটির। এরপরই রাস্তার ধারে শুয়ে থাকা শ্রমিকদের পিষে দেয় ট্রাকটি।

পুলিশ সূত্রে খবর, শ্রমিকরা সকলেই রাজস্থানের (Rajasthan) বাঁসওয়াড়া জেলার কুশলগটের বাসিন্দা। মৃতদের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ। ঘাতক ট্রাকচালকের খোঁজে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।

আরও পড়ুন : ‘মহিলা না হলে কলার ধরে…’, SDM-কে হুমকি দিয়ে বিতর্কে কংগ্রেস বিধায়ক

Advt

Previous articleবিজেপির মুখে ঝামা: দুই “বেসুরো” সাংসদ আজ তৃণমূলের জনসভায়
Next articleতৃণমূলের ছত্রধর মাহাতোকে হেফাজতে নিতে চায় NIA, শুনানি বুধবার