Thursday, December 18, 2025

‘শত্রুতা’ ভুলে ৬ প্রতিবেশী দেশকে আজ করোনা টিকা উপহার ভারতের

Date:

Share post:

ভারত সরকারের তরফে মঙ্গলবার ঘোষণা করা হয়েছিল প্রতিবেশী ৬ দেশকে উপহার স্বরুপ করোনা ভ্যাকসিন পাঠানো হবে। দাবিমতো বুধবার ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল, মায়ানমার ও সেশ্লেসে ভ্যাকসিন পাঠাচ্ছে ভারত সরকার(Indian government)।

মঙ্গলবার টুইট করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) জানিয়েছিলেন, ‘ভারত এই অতিমারীর প্রেক্ষিতে গোটা বিশ্বের স্বাস্থ্য সংক্রান্ত বিপর্যয় সামাল দিতে এবং ভ্যাকসিনের প্রয়োজন মেটাতে একজন ভরসা যোগ্য সহযোগী হিসেবে সম্মানিত। বুধবার থেকে টিকা সরবরাহ শুরু হবে। এবং আগামী দিনে আরো অনেক কিছুই হতে চলেছে।’

এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের(foreign ministry) তরফে জানানো হয়েছে, প্রতিবেশীদের প্রয়োজন কে গুরুত্ব দিয়ে আগামী সপ্তাহ বা মাস থেকে নিয়মিতভাবে প্রতিবেশী দেশ গুলিকে করোনা টিকা(Corona vaccine) সরবরাহ করা হবে। মন্ত্রণালয়ের তরফে আরও জানানো হয়েছে, ইতিমধ্যে শ্রীলংকা আফগানিস্তান এবং মরিশাস থেকে টিকা পাঠানোর অনুরোধ এসেছে। সরকারের তরফে প্রয়োজনীয় নির্দেশ আসার পর এই সমস্ত দেশগুলিতেও টিকা সরবরাহ করা হবে। তবে শুধু এই দেশগুলি নয় আরও একাধিক দেশের কাছ থেকে টিকার অনুরোধ পেয়েছে ভারত।বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে,  ২০ জানুয়ারি থেকে ভুটান, মালদ্বীপ, বাংলাদে, নেপাল, মায়ানমার এবং সেশ্লেসে টিকা সরবরাহ শুরু হয়ে যাবে। শ্রীলংকা, আফগানিস্তান এবং মরিশাসে টিকা পাঠানোর জন্য প্রয়োজনীয় অনুমতি এখনো বাকি রয়েছে। তা মিললে ওই দেশগুলিতে টিকা সরবরাহ করতে আর কোনও সমস্যা থাকবে না।

আরও পড়ুন:আসছেন মুখ্য নির্বাচন কমিশনার, গ্রেফতারি পরোয়ানার কার্যকর করা নিয়ে চাপে প্রশাসন

উল্লেখ্য, বিশ্বের-সবচেয়ে-বড় করোনা টিকা উৎপাদক দেশ হিসেবে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে ভারত। কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড নামের দুটি টিকা ব্যাপক পরিসরে উৎপাদন শুরু করে দেওয়া হয়েছে। ফলস্বরূপ গোটা পৃথিবী থেকে অনুরোধ আসছে ভারতের কাছ থেকে করোনা টিকা নেওয়ার জন্য।

Advt

spot_img

Related articles

মাঝআকাশে টায়ার ফেটে কোচিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

বৃহস্পতিবার মাঝআকাশে ফাটল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের টায়ার। যান্ত্রিক ত্রুটির কবলেও পড়ে বিমানটি। যাত্রী নিরাপত্তার কথা ভেবেই পাইলট...

মুস্তাফিজুরের পুরো মরশুম খেলা নিয়ে প্রশ্ন, পাথিরানাকে নেওয়াও ঝুঁকিপূ্র্ণ সিদ্ধান্ত!

মোটা অঙ্কের টাকা নিয়েই নিলামে নেমেছিল কেকেআর(KKR)। ফলে মিনি নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে নিতে দেদার হাতে খরচ করেছেন...

বাংলা সব ধর্মকে সম্মান করে: ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন মঞ্চে বার্তা মুখ্যমন্ত্রীর, দিলেন ভালো থাকার টিপস্

বাংলা সব ধর্মকে সম্মান করে। তবু কেউ কেউ রাজ্যকে বদনাম করার চেষ্টা করেন। বৃহস্পতিবার কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন...

২০১৬-র SSC-র গ্রুপ সি-ডির যোগ্য তালিকা প্রকাশে হাই কোর্টের রায় কেপ্ট ইন অ্যাবায়েন্সের নির্দেশ সুপ্রিম কোর্টের

স্কুল সার্ভিস কমিশন(এসএসসি)-র ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডি-র যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য যে...