Friday, November 7, 2025

ভোটার লিস্টে ঢুকেছে ৩-৪ লাখ অনুপ্রবেশকারীর নাম : দিলীপ

Date:

Share post:

রাজ্যের ভোটার লিস্টে ৩ থেকে ৪ লাখ অনুপ্রবেশকারীর নাম রয়েছে। তাদের মধ্যে সংখ্যগরিষ্ঠ রোহিঙ্গা অনুপ্রবেশকারী।  বুধবার ভারত-বাংলাদেশ সীমান্তে ফুলবাড়িতে গিয়ে এ কথা বলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবু বলেন, বাম আমলে তো বটেই এই সরকারের আমলেও বহু অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকায় ঢুকে গিয়েছে।

বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে এদিনই  রাজ্যে আসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর এদিনই রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ  অনলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, বাম আমলের  মতোই  এই সরকারের আমলেও ইতিমধ্যেই  বহু অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকায় ঢুকে গিয়েছে। এদের মধ্যে রোহিঙ্গারাও রয়েছে। কমপক্ষে ৩-৪ লাখ অনুপ্রবেশকারী ঢুকে পড়ছে রাজ্যের ভোটার লিস্টে। কিন্তু রাজ্যের নিরাপত্তার জন্য এরা অত্যন্ত বিপজ্জনক। অনুপ্রবেশকারীদের কার্যকলাপ নিয়ে রাজ্য বিজেপির সভাপতি বলেন, এদের জন্যই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। বাড়ছে, সোনা, গরু ও ড্রাগ পাচারের মতো কার্যকলাপ।

গত কয়েকদিন ধরেই ভারত-বাংলদেশ সীমান্ত লাগোয়া বিভিন্ন  এলাকা ঘুরে দেখছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, ভারত-বাংলাদেশ দু’দশের সীমানায় ১ হাজার কিলোমিটার এলাকায় এখনও কাঁটাতারের কোনও বেড়া নেই। ওইসব জায়গায় এখনও অনুপ্রবেশের ঘটনা ঘটছে বলে দাবি দিলীপের। গোটা বিষয়টি তিনি কেন্দ্রকে জানিয়েছেন বলে জানান। এদিন সকালে ফুলবাড়িতে ‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানে য়োগ দেন দিলীপ। সেই কর্মসূচি শেষ করে তিনি ফুলবাড়ি  পরিদর্শনে যান। সেখানেই সাংবাদিকদের কাছে তিনি ওই অভিযোগ করেন।

Advt

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...