Saturday, August 23, 2025

অসম বিধানসভা নির্বাচনে বিজেপিকে টক্কর দিতে মহাজোট গড়ল কংগ্রেস

Date:

Share post:

শুধু পশ্চিমবঙ্গ(West Bengal) নয়, চলতি বছরে দেশের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল বিজেপি(BJP) শাসিত অসম(Assam)। বাংলার প্রতিবেশী এই রাজ্যে এবার বিজেপিকে টক্কর দিতে কোমর বেঁধে মাঠে নামলো বিরোধীরা। ফলস্বরূপ নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই কংগ্রেস(Congress) সেখানকার বিরোধী আঞ্চলিক দল গুলিকে সঙ্গে নিয়ে মহাজোটের(grand alliance) ঘোষণা করে দিল।

মঙ্গলবার কংগ্রেস ও অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট(AIUDF) ঘোষণা করে দিয়েছে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে মহাজোট গড়ে লড়াইয়ে নামবে তারা। যেখানে এই দুই দলের পাশাপাশি থাকছে চারটি বামপন্থী দলও। যেগুলি হলো সিপিআই, সিপিএম, সিপিআই (এলএম) ও আঞ্চলিক গণমোর্চা। প্রত্যেকটি দলের নেতৃত্ব মঙ্গলবার গুয়াহাটিতে এক সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন। দলের তরফে জানানো হয়েছে অসমবাসীর স্বার্থে গঠিত হয়েছে এই মহাজোট। যেখানে সমস্ত দল একটি মাত্র ছাতার তলায় দাঁড়িয়ে নির্বাচনে লড়বে। ওই সাংবাদিক বৈঠকে মহাজোটের নেতৃত্বদের তরফে আবেদন জানানো হয়েছে বিজেপিকে অসমের ক্ষমতা থেকে সরাতে বাকি সমস্ত আঞ্চলিক দলগুলির এক ছাতার তলায় আসার জন্য। একই বিচারধারার সমস্ত দলের জন্য মহাজোটের দরজা সর্বদা খোলা রাখা রয়েছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন:ধূপগুড়ির দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, আর্থিক সহায়তার ঘোষণা

উল্লেখ্য ২০২১ সালে দেশের পাঁচটি রাজ্যের হতে চলেছে বিধানসভা নির্বাচন। যেগুলো হলো পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি এবং অসম। ২০১৬ সালে অসম বিধানসভা নির্বাচনে শাসকদল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে অসমের মসনদ দখল করে বিজেপি। মুখ্যমন্ত্রী হন সর্বানন্দ সোনোয়াল। দীর্ঘ ৫ বছরে অসমের অভ্যন্তরে নানাবিধ সমস্যায় কোণঠাসা হয়েছে সোনোয়াল সরকার। যার মধ্যে অন্যতম এনআরসি। সেই আবহেই এবার অসম নির্বাচন গোটা দেশের কাছে বেশ তাৎপর্যপূর্ণ।

Advt

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...