ধূপগুড়ির দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, আর্থিক সহায়তার ঘোষণা

জলপাইগুড়ির ধূপগুড়িতে ঘটা পথদুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। জানিয়েছে, ‘জলপাইগুড়ির এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এটা দুঃখের সময়। দুর্ঘটনাগ্রস্থ পরিবারের জন্য প্রার্থনা।’ একই সঙ্গে দুর্ঘটনায় আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাতে জলপাইগুড়ির ধূপগুড়িতে ৩১ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। যার জেরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ জনের। এরমধ্যে তিনজন বাচ্চাও রয়েছে।

আরও পড়ুন : ধূপগুড়ি দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতলে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও গৌতম দেব

Advt

Previous articleধূপগুড়ি দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতলে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও গৌতম দেব
Next articleদ্বিতীয় দফায় আজ রাজ্যে এল আরো ৭ লক্ষ কোভিশিল্ড