Sunday, August 24, 2025

উপহার ২০ লাখ ভ্যাকসিন; করোনা মোকাবিলায় যৌথ প্রয়াস বাংলাদেশ ভারতের

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বন্ধুত্বের উপহার হিসেবে পাঠানো করোনা ভাইরাসের ২০ লাখ ডোজ টিকা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাতে তুলে দিয়েছে ভারত।এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান  এই  টিকা নিয়ে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে টিকার দুটি বক্স তুলে দেন ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

আরও পড়ুন- জব কার্ড চাইলে সহবাসের প্রস্তাবের অভিযোগ, বিক্ষোভ মালদহে

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকা পৌঁছে যাওয়ায় দ্রুতই দেশে টিকাদান শুরু করার পরিকল্পনা নিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য কর্তারা । ফ্রিজার ভ্যানে করে বিমানবন্দর থেকে টিকা নিয়ে  এসে  রাখা হয়েছে ইপিআই স্টোরেজে।
করোনাভাইরাস মহামারিতে বিশ্ব যখন বিপর্যস্ত, তখন  ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকা নতুুুন করে আশার আলো দেখতে শুরু করেছেে ঢাকা।এছাড়াও হাসিনা সরকার ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ টিকা কিনছে, যার প্রথম দফায়  ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

শুরুতে ফেব্রুয়ারির প্রথম ভাগে টিকাদান শুরুর পরিকল্পনা হলেও উপহার পাওয়া  টিকা  আগে পাওয়ায় টিকা দেওয়ার  সময়ও এগিয়ে আনা হয়েছে।

ইউপিআই এর প্রোগ্রাম ম্যানেজার গোলাম মাওলা বলেন, “এই স্টোরেজের তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে। সে কারণে এই টিকা এখানে রাখা যাবে।”
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. রওশন জাহান আক্তার আলো জানান, মোট ১৬৭টি কার্টনে ২০ লাখ চার হাজার ডোজ টিকা এসেছে ভারত থেকে।

ভ্যাকসিন ইপিআই সেন্টারে সংরক্ষণের সময় ইপিআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বক্স, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. সাইফুল ইসলাম, তেজগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল উপস্থিত ছিলেন।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...