Sunday, November 16, 2025

একাই নেতাজি ভবন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, বাইরে রইলেন বিজেপি নেতারা

Date:

Share post:

কলকাতায় পৌঁছে প্রথমেই নেতাজি ভবন নিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁকে স্বাগত জানান সুগত বসু (Sugata Basu)। তবে মোদি ছাড়া ভিতরে ঢুকলেন না কেউ। বাইরে দাঁড়িয়ে থাকলেন বিজেপি নেতা চন্দ্র বসু (Chandra Basu), কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargya), স্বপন দাশগুপ্তরা (Swapan Dasgupta)। প্রধানমন্ত্রীর সঙ্গে নেতাজির বাসভবনে ঘুরে দেখেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও (Jagdeep Dhankar)।

২.৪৫-এ কলকাতা (Kolkata) বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি যান রেস কোর্সে। রেস কোর্স থেকে প্রথমে তিনি যান নেতাজি ভবনে। তাঁকে সব জায়গা ঘুরিয়ে দেখান সুগত বসু এবং নেতাজি রিসার্চ ব্যুরোর ডিরেক্টর সুমন্ত্র বসু (Sumantra Basu)। নেতাজির ব্যবহৃত পোশাক, টুপি, জ্যাকেট- সেসব প্রধানমন্ত্রীকে দেখান সুগত বসু। দেখান বিভিন্ন ছবি।

পরে এ বিষয়ে সংবাদমাধ্যমকে জানান সুগত বসু। দলীয় নেতাদের বাইরে থাকার বিষয়টি নিয়ে তিনি বলেন, নেতাজির জন্ম জয়ন্তীতে কোন দলীয় নেতা নয়, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির আসুন সেটাই চেয়েছিলেন তাঁরা। সে কারণেই একাই এসেছিলেন মোদি। অতীতেও অনেক প্রধানমন্ত্রী এসেছেন নেতাজি ভবনে। এখানে উল্লেখ সুগত উল্লেখ করেন, এদিন সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ও এসেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে। কোন দলীয় নেত্রী হিসেবে নেতাদের নিয়ে আসেননি।

নেতাজি ভবন থেকে প্রধানমন্ত্রী যান ন্যাশনাল লাইব্রেরিতে। জাতীয় গ্রন্থাগারে নেতাজিকে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন নরেন্দ্র মোদি।

এরপর প্রধানমন্ত্রীর ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছনোর কথা। সেখানে ‘নির্ভীক সুভাষ’ নামে স্থায়ী একটি গ্যালারির উদ্বোধন করবেন। পাশাপাশি, অন্যান্য বিপ্লবীদের নিয়ে ‘বিপ্লবী ভারত’ নামে আর একটি গ্যালারিরও উদ্বোধন করবেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালে বিকেল ৫টা ৪৬-এ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:রবি ঠাকুর তাঁকে দেশনায়ক বলতেন, তাই নেতাজি জয়ন্তী এখন থেকে “দেশনায়ক দিবস”: মমতা

Advt

spot_img

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...