১) সম্ভবত পিছিয়ে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আইপিএলের ফাইনালের সঙ্গে যাতে সঙ্ঘাত না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত।

২) পদ্মশ্রী পাচ্ছেন মৌমা দাস। এই পুরষ্কার পেয়ে আপ্লুত বাংলার এই মহিলা টেবিল টেনিস খেলোয়াড়।
৩)শ্রীলঙ্কার ব্যাটসম্যান দীনেশ চণ্ডিমালকে স্লেজ করলেন জো রুট। তার পরের বলেই আউট হন চণ্ডিমাল।

৪)ব্যাডমিন্টনের ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে পি ভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্ত। আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি হবে এই প্রতিযোগিতা।


৫)মঙ্গলবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান। দল প্লে-অফে চলে গেছে, এমনটা মানতে নারাজ বাগান কোচ হাবাস।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ
