Saturday, November 29, 2025

পার্টি অফিস নিয়ে হরিনাভিতে বিজেপির দু’গোষ্ঠীর সংঘর্ষ, দর্শক দিলীপ ঘোষ

Date:

Share post:

এবারের ২৬ জানুয়ারি দিনটি বোধহয় ভালো কাটলো না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (DILIP GHOSH)৷ সকালে তারাপীঠে উল্টো জাতীয় পতাকা উত্তোলন ঘিরে বিতর্ক৷ আর বিকেলে হরিনাভি(HARINAVI) এলাকায় বিজেপির নতুন নির্বাচনী কার্যালয়ে কারা আগে ঢুকবে, তা নিয়ে দিলীপবাবুর চোখের সামনেই সংঘর্ষ দুই গেরুয়া-গোষ্ঠীর।

কলকাতা লাগোয়া হরিনাভি এলাকায় বিজেপির নতুন নির্বাচনী কার্যালয় ঘিরে গেরুয়া শিবিরের দুই গোষ্ঠীর
তুমুল সংঘর্ষ(CLASH)৷ সবটাই হলো দিলীপ ঘোষের সামনে৷ সাধারণতন্ত্র দিবসের দিন, মঙ্গলবার, ওই নতুন কার্যালয় উদ্বোধন করতে সোনারপুর থানা এলাকার হরিনাভিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ।

দুই গেরুয়া গোষ্ঠীর সংঘর্ষে পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনাস্থলে আসে পুলিশ৷ এখনও এলাকায় মোতায়ন রয়েছে পুলিশ পিকেট। অনুষ্ঠান শুরুর দিকে নতুন ওই কার্যালয়ের উদ্বোধন নিয়ে উৎসবের মেজাজ ছিল বিজেপির কর্মী- সমর্থকদের মধ্যে। হঠাৎ তাল কাটল নতুন কার্যালয়ের ফিতে কাটবার পর। বিজেপি সূত্রে খবর, দিলীপ ঘোষের সঙ্গে নতুন কার্যালয়ে কে আগে ঢুকবে এই নিয়ে সমস্যা দেখা দেয় দুই গোষ্ঠীর মধ্যে। ততক্ষণে ফিতে কেটে নতুন পার্টি অফিসের দোতলায় গিয়ে বসেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আর নীচে দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি৷ উপস্থিত জেলার নেতারা বোঝানোর চেষ্টা করলেও তা কাজে লাগেনি শেষে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ। এবং তালা ঝুলিয়ে দেওয়া হয় দিলীপবাবুর হাতে উদ্বোধন হওয়া নতুন কার্যালয়ে। গোটা ঘটনায় চরম ক্ষুব্ধ দিলীপ ঘোষ। তিনি জেলা নেতৃত্বকে বুধবারের মধ্যে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পরে দিলীপ ঘোষ বলেন, ‘”দলে এ ধরনের বিশৃঙ্খলতা বরদাস্ত করা হবে না। যাঁরা এই ঘটনার পিছনে আছে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একদিন সময় দিয়েছি জেলা নেতৃত্বকে। ২৪ ঘন্টার মধ্যেই শাস্তি পাবে অভিযুক্তরা।প্রয়োজনে দল থেকে বহিষ্কার করা হবে দোষীদের”৷

আরও পড়ুন-বাঁকুড়ায় সমান্তরাল বিজেপি, লালঝাণ্ডা লাগিয়ে প্রার্থীর নাম ঘোষণা শুভেন্দু- অনুগামীদের

Advt

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...