Friday, August 22, 2025

১০ কোটি রাজ্যবাসী স্বাস্থ্যসাথীর আওতায় আসছেন: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যের ১০ কোটি মানুষকেই স্বাস্থ্যসাথীর আওতায় আনা হচ্ছে- দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির সার্বিক সাফল্য নিয়ে মঙ্গলবার নবান্নে বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন রাজ্যের সব জেলাশাসক ও পুলিস সুপারের সঙ্গে নবান্নে (Nabanno) ভার্চুয়াল বৈঠকে বসেন মমতা। ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ নামে দুটি বই প্রকাশ করেন তিনি।

সরকারের ‘দুয়ারে সরকার’ (Duware Sarkar) কর্মসূচিতে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প সবচেয়ে সফল। এ বিষয়ে মমতা বলেন, পাঁচ লাখ টাকা মূল্যের ক্যাসলেস স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে রাজ্য সরকার। এগুলো বেসরকারি হাসপাতালেও প্রযোজ্য। প্রতিবছর চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা করে পাওয়া যাবে। ১০ কোটি মানুষকে এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় আনা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

সম্প্রতি জানা গিয়েছে, ১০০ দিনের কাজে দেশের মধ্যে সেরা পশ্চিমবঙ্গ (West Bengal)। এই দিনের বৈঠকে ফের একবার একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ৬৪ লাখ পরিযায়ী শ্রমিক কাজ পেয়েছেন। প্রায় চার লক্ষ পরিযায়ী শ্রমিককে নতুন জব কার্ড (Job card) দেওয়া হয়েছে। রাজ্যে ৩৬ কোটি কর্মদিবস তৈরি হয়েছে।

আরও পড়ুন:ফের অসুস্থ মহারাজ, বৃহস্পতিবার অ্যাঞ্জিয়োগ্রাম

বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সব পুরকর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়া হবে। চিঠি দিয়ে তাদের টিকা দেওয়ার কথা জানিয়েছেন মমতা।

এদিন ‘চোখের আলো’ প্রকল্পের অধীনে রাজ্যের সমস্ত ব্লকে ৫০,০০০-এর বেশি চশমা বিতরণ কর্মসূচিরও সূচনা করেন মুখ্যমন্ত্রী।

Advt

spot_img

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...