Thursday, August 21, 2025

বহিষ্কার প্রত্যাহার বিজেপির, স্বমহিমায় ফের রাজনীতিতে ফিরছেন কালোসোনা

Date:

Share post:

দীর্ঘ ৮ মাস নির্বাসনে থাকার পর ফের স্বমহিমায় রাজনীতিতে ফিরতে চলেছেন বীরভূম জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক কালোসোনা মন্ডল। দল বিরোধী কাজের জন্য গত বছর জুলাই মাসে কালোসোনা মন্ডলকে(Kalosona Mandal) বহিষ্কার করেছিল রাজ্য বিজেপি(BJP)। কালোসোনার পাশাপাশি বহিস্কৃত হয়েছিলেন বীরভূম জেলার প্রাক্তন সম্পাদক দেবাশীষ মিত্রও। অবশেষে তাদের বহিষ্কার প্রত্যাহারের নির্দেশ দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং জেলা সভাপতি ধ্রুব সাহা। ফলস্বরূপ নির্বাচনের প্রাক মুহূর্ত ফের এই নেতৃত্তের দলে ফেরার ঘটনায় বাড়তি অক্সিজেন পাচ্ছে বীরভূম(Birbhum) বিজেপি।

প্রসঙ্গত বীরভূম জেলা বিজেপির অন্যতম জনপ্রিয় মুখ এই কালোসোনা মন্ডল। রাজু পঞ্চায়েত নির্বাচনের সময় জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিতে গেলে দুষ্কৃতী হামলার শিকার হয়েছিলেন তিনি। এরপর থেকে তার জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পায় বীরভূমে। একাধিক সভামঞ্চে শাসক-বিরোধী তার ভাষণে আকৃষ্ট হন সাধারণমানুষ। তবে ২০২০ সালের জুলাই মাসে দল বিরোধী কাজের অভিযোগ ওঠে কালোসোনা মন্ডলকে গেছে তৎকালীন বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল দল থেকে বহিষ্কার করেন তাকে। তার পাশাপাশি বীরভূম জেলার প্রাক্তন সম্পাদক দেবাশীষ মিত্রকেও বহিষ্কার করা হয়।

আরও পড়ুন:‘মান থাকলে তো হানি করা যায়!’ শুভেন্দুর নোটিশ পেয়ে অভিষেকের কড়া আইনি জবাব

যদিও তার নেতৃত্বে বীরভূমে বিজেপি যে শক্ত পায়ে দাঁড়িয়েছে তা কোনোভাবেই অস্বীকার করে না জেলা নেতৃত্ব। এমনকি বীরভূমের মনিরুল ইসলামের বিজেপি যোগদানের পর দলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল কালোসোনাকে। দলের বাইরে থাকলেও বিজেপির জন্য নির্বিকার ভাবে কাজ করে গিয়েছেন তিনি, এমনটাই দাবি করে তার ঘনিষ্ঠ মহল। অবশেষে শনিবার তার বহিষ্কারের নির্দেশ প্রত্যাহার করা হয় বিজেপি সভাপতি দিলীপ ঘোষের তরফে।

Advt

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...