Sunday, January 11, 2026

অর্থের যোগান দিতে সবকিছু ‘বেচে দেওয়ার’ রাস্তাতেই হাঁটতে পারেন সীতারামন

Date:

Share post:

তলানিতে ঠেকে যাওয়া দেশের আর্থিক ভাণ্ডারে অর্থের যোগান দিতে ‘বেচে দেওয়ার’ রাস্তাতেই হাঁটতে চলেছে মোদি সরকার৷ সোমবার পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে (Union Budget’21) এমন ছবিই প্রতিফলিত হতে চলেছে বলে অর্থনীতিকদের আশঙ্কা ৷

২০২১-২২-এর ‘নিউ নর্মাল’ বাজেটে IDBI, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের শেয়ার বিক্রির প্রস্তাব দিতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala sitharaman)। এমনকী, তিনি IDBI ব্যাঙ্ক পুরোপুরি বিক্রি করে দেওয়ার ঘোষণাও পারেন বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, এই বাজেটে জীবনবিমা বা LIC-র ১০% থেকে ১৫ % শেয়ার বিক্রির প্রস্তাবও দিতে পারেন অর্থমন্ত্রী।

সব কিছু বিক্রি করে কোষাগার স্ফীত করা সুনিশ্চিত করতেই বিলগ্নিকরণের উপর জোর দিচ্ছেন নরেন্দ্র মোদি (PM Modi)৷ গত বছরের বাজেটে এর সূচনা করেছিলেন তিনি৷ “অর্থনৈতিক সংস্কার” কর্মসূচির মোড়কে ঢালাও বিক্রি করার ঘোষণা ছিলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ভাষণে। এয়ার ইন্ডিয়া এবং ভারত পেট্রোলিয়াম-সহ একাধিক বৃহৎ রাষ্ট্রায়ত্ত সংস্থাকে নিলামে তোলার প্রক্রিয়া শুরুও করেছে মোদি সরকার৷ সীতারামনের আসন্ন বাজেটেও বিলগ্নিকরণের সেই ধারা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। তার অঙ্গ হিসাবেই এবারের বাজেটে সীতারামন তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার বিক্রির কথা ঘোষণা করতে পারেন বলে জানা যাচ্ছে৷ এর মধ্যে IDBI ব্যাঙ্ককে সম্পূর্ণ বিক্রির প্রস্তাবও দেওয়া হতে পারে৷

প্রবল আর্থিক ঘাটতি সামাল দিতে ব্যর্থ মোদি সরকার৷ খরচ অনুসারে অর্থের সংস্থান করাই এখন মোদি সরকারের কাছে একমাত্র চ্যালেঞ্জ। এখন দেখার এবারের বাজেটে নির্মলা সীতারামন ঠিক কী কী বিক্রি করে দেওয়ার ঘোষণা করেন৷

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...