Sunday, January 11, 2026

একুশের লক্ষ্যে “বাঙালি অস্মিতা”, কবিগুরুর কবিতা পাঠে বাজেট বক্তৃতা শুরু নির্মলার

Date:

Share post:

সকাল তখন ১১টা বেজে ১০ মিনিট। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranatha Tagore) কবিতা (Poem) পাঠ করে বাজেট পেশ শুরু করলেন অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। অর্থাৎ, বাজেটেও বাঙালি আবেগকে কাজে লাগাতে মরিয়া কেন্দ্র।

হাতে মাত্র ৩ মাস। টার্গেট একুশের বিধানসভা নির্বাচন (Assembly Election)। দ্বিতীয় মোদি (Modi) সরকারের দ্বিতীয় বাজেট (Budget) পেশের শুরুতেই মিলল তার ছাপ। মোদি ২.০ ক্যাবিনেটের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট বক্তব্যের শুরুটাই করলেন কবিগুরুকে স্মরণে রেখে।

গতবছরও বাজেট বক্তৃতায় বাঙালি তাস খেলেছিলেন নির্মলা। করোনার আগে সেই বাজেটের শুরুতেই বারাণসীর ধাঁচেই হলদিয়ায় হবে টার্মিনাল সেন্টার। একইসঙ্গে ফরাক্কায় হবে টার্মিনাল লক। জলমার্গ বিকাশ প্রকল্পের আওতায় এই টার্মিনাল সেন্টার ও টার্মিনাল লক গড়ে তোলা হবে। ২০২০ সালের মধ্যেই শেষ হবে কাজ। এমটাই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

গত বছর নির্মলা সীতারমণ বলেন, পণ্য পরিবহনে গঙ্গাকে গুরুত্ব দেওয়া হবে। আগামী ৪ বছরে গঙ্গায় পণ্য পরিবহন ৪ গুণ বাড়বে। নদী সংযুক্তিকরণের মাধ্যমে আমূল পরিবর্তন আসবে পণ্য পরিবহনে। এরফলে পণ্য পরিবহনের খরচ অনেক কমবে। পণ্য পরিবহনের সমস্ত খরচ এবার থেকে একটি কার্ডেই হবে বলে বাজেটে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। জানিয়েছিলেন, ICMB কার্ডের মাধ্যমে গোটা দেশে মেট্রো, সড়ক ও জলপথে পরিবহনের খরচ বহন করা যাবে। সাধারণ মানুষ এই কার্ডের মাধ্যমে টোল ট্যাক্সও দিতে পারবেন।

আরও পড়ুন:বিজেপিতে যোগ দিতেই জেড ক্যাটাগরি নিরাপত্তা বলয়ে রাজীব

উল্লেখ্য, আর কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ২০১৯ লোকসভা ভোটে ঘাসফুল শিবিরকে কার্যত ধরাশায়ী করে বাংলায় ১৮টি আসন জিতে নিয়েছে বিজেপি। এবার লক্ষ্য বিধানসভা জয়। আর সেই চেষ্টায় কোনও ফাঁকি রাখতে রাজি নয় মোদি-শাহ জুটি। আর তার অন্যতম অঙ্গ হিসেবে কখনও বাংলার জন্য বরাদ্দ। কখনও কবিগুরুকে স্মরণ। সব মিলিয়ে বাঙালির আবেগ ভাগ বসাতে চাইছে বিজেপি।

spot_img

Related articles

নাম জিজ্ঞাসা করেই গুলি! দিল্লিতে খুনের অপরাধীরা মেরে ফেলল সাক্ষী স্ত্রীকেও

রাজধানীর (Delhi Crime) নিরাপত্তা নিয়ে যখন পুরোটাই ভাগ্যের হাতে ছেড়ে রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah), তখন...

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...