Tuesday, November 11, 2025

পেপারলেস বাজেটকে “ভিশনলেস” বলে কটাক্ষ ডেরেকের

Date:

Share post:

ক্ষমতায় আসার পর থেকেই মোদি (Narendra Modi) সরকারের স্লোগান “ডিজিটাল ইন্ডিয়া” (Digital India)! সম্ভবত সেই স্লোগানকে জোরালো করতেই এই প্রথম দেশের কোনও অর্থমন্ত্রী (Finance Minister) ডিজিটালি বাজেট (Budget) পেশ করলেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Shitaraman) এই বাজেট ইতিমধ্যেই “পেপারলেস বাজেট” (Paperless Budget) নামে বিখ্যাত হয়ে গিয়েছে। যদিও এই পেপারলেস বাজেটকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ (MP) ডেরেক ও’ব্রায়ান (Derek O’Brien) নির্মলার বাজেটকে একশো শতাংশ “ভিশনলেস” (Vision less) বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য বাজেট ভুয়ো বাজেট। এই বাজেটের থিম ”সেল ইন্ডিয়া” (Sale India), অর্থাৎ, দেশকে বেচে দাও।

এদিন সংসদে কেন্দ্রীয় বাজেট পেশের পর টুইট করে ডেরেক বলেন, রেল বিক্রি হয়ে গিয়েছে। বিমানবন্দর বিক্রি হয়ে গিয়েছে। বন্দর বিক্রি হয়ে গিয়েছে। বিমা বিক্রি হয়ে গিয়েছে। পাবলিক সেক্টর ইউনিটও বিক্রি হয়ে গিয়েছে। বাজেটে সাধারণ মানুষকে উপেক্ষা করা হয়েছে। উপেক্ষা করা হয়েছে কৃষকদের। এই বাজেটে মধ্যবিত্তদের জন্য কিচ্ছু নেই। গরিব আরও গরিব হবে। ধনী আরও ধনী হবে। যাকে বলে দিশাহীন বাজেট।

টুইটে তৃণমূল সাংসদের আরও দাবি, ২০১১ সাল পর্যন্ত ৩৯,৭০৫ কিমি গ্রামীণ রাস্তা ছিল। এরপর ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৮৮,৮৪১ কিমি রাস্তা আরও তৈরি হয়েছে। সড়ক নির্মাণে বাংলা একনম্বরে। বাংলা যা আগেই করে ফেলেছে, আজ তা নিয়ে কথা বলছে কেন্দ্র। কেন্দ্র আজকে বলছে, বাংলায় ৬২৫ কিমি নতুন রাস্তা তৈরি করবে। আর পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালে ৫,১১১ কিমি এবং ২০১৯-এ ১,১৬৫ কিমি রাস্তা তৈরি করে ফেলেছে।

আরও পড়ুন-ভোট-দরবার মমতার: লোকসভার খামতি বিধানসভায় পুষিয়ে দেবেন উত্তরবঙ্গের মানুষ

Advt

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...