Saturday, January 10, 2026

সব নির্বাচনই চ্যালেঞ্জের: সাংবাদিক বৈঠকে জানালেন নতুন সিপি, নজরে সাইবার ক্রাইম

Date:

Share post:

সব নির্বাচনই চ্যালেঞ্জের- দায়িত্ব নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) সৌমেন মিত্র (Soumen Mitra)। সোমবার লালবাজারে (Lalbazar) সাংবাদিক বৈঠক করে তিনি সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেন, এবারের নির্বাচন তাঁর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কি না? তার উত্তরে নতুন পুলিশ কমিশনার জানান, সব নির্বাচনই চ্যালেঞ্জের। কলকাতা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে। নির্বাচনেও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে।

সাংবাদিক বৈঠকে সৌমেন মিত্র বলেন, ইদানিং সাইবার ক্রাইম (Cyber Crime) অত্যন্ত বেড়ে গিয়েছে। সেই অপরাধ দমন করতে বিশেষ নজর দিচ্ছে কলকাতা পুলিশ। শহরবাসীকেও এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন নতুন নগরপাল।

আরও পড়ুন:ডেরেককে কটাক্ষ করে রাজ্যসভায় বাংলার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন নরেন্দ্র মোদি

বৈঠকের শেষের দিকে কলকাতা পুলিশের তরফ থেকে প্রতিদিনের প্রেস বিবৃতি দেওয়ার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন জানান সাংবাদিকরা। এর উত্তরে সৌমেন মিত্র বলেন, করোনাকালে এই রোজকার প্রেস বিবৃতি দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এখন অতিমারি আইনের প্রেক্ষিতে কী করা যায় সেদিকটা তিনি খতিয়ে দেখছেন। তবে একইসঙ্গে তিনি বলেন, “আমি সব সাংবাদিককেই সম্মান করি। সাংবাদিকরা (Journalist) যাতে সঠিক তথ্য সময়মতো পান তার জন্য চেষ্টা করা হবে”। সিপির মতে, ঠিকমতো তথ্য না পেলে ভুল খবর প্রচার সম্ভাবনা থাকে। সেটা পুলিশ বা সাংবাদিক কোনও পক্ষের জন্যই ঠিক নয়। সুতরাং সন্ধেবেলায় পুলিশের তরফ থেকে প্রেস বিবৃতি দেওয়ার পুরনো প্রথা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

Advt

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...